সোমবার, ২৫শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়

জার্মানিতে রাতের উৎসবে হামলা আততায়ীর! নিহত অন্তত ৩

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৪, ১৪:১৯

শুক্রবার (২৩ আগস্ট) রাতে জার্মানির সোলিনজেনে ধুমধাম করে পালিত হচ্ছিল উৎসব। ভিড় জমিয়ে ছিলেন বহু মানুষ। সকলে মেতে উঠেছিলেন আনন্দে। কিন্তু তাল কাটে হঠাৎ। উৎসব চলাকালীনই ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী। তার এলোপাথাড়ি ছুরি কোপে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। আহত বহু। ওই অজ্ঞাত পরিচয়ে হামলাকারীর খোঁজে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।

সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, এদিন সোলিনজেন শহরের ৬৫০ বছর পূর্ণ হয়েছিল। সেই উপলক্ষে বিরাট উৎসবের আসর বসেছিল শহরে। ছোট থেকে বৃদ্ধ সকলে আনন্দে শামিল হয়েছিলেন। স্থানীয় সময়, রাত ১০টা নাগাদ হঠাৎ ছুরি নিয়ে হামলা চালায় এক আততায়ী। সামনে যাকে পায় এলোপাথাড়ি কোপাতে থাকে। কিন্তু পুলিশ পৌঁছনোর আগেই ঘটনাস্থল ছেড়ে পালায় হামলাকারী। পুলিশ এসে গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ জনের।

জার্মানির দুই বড় শহর কোলোন এবং ডুসেলডর্ফের খুব কাছেই অবস্থিত সোলিনজেন। বাসিন্দার সংখ্যা প্রায় ১ লক্ষ ৬০ হাজার। এই ঘটনায় আতঙ্কিত ও শোকাহত শহরের মেয়র টিম কার্জবাচ।

গতকালই (২৩ আগস্ট) বিবৃতি দিয়ে তিনি জানান, “আজ রাতে আমরা একসঙ্গে আনন্দে মেতে উঠেছিলাম। উৎসব উদযাপন করছিলাম। কিন্তু যা ঘটে গেল তাতে আমরা আতঙ্কিত, মর্মাহত। আমরা এই শহরের বর্ষপূর্তি উদযাপন করতে চেয়েছিলাম কিন্তু আমাদের শোক পালন করতে হচ্ছে। যাঁরা প্রাণ হারিয়েছিলেন তাঁদের প্রতি আমার সমবেদনা রয়েছে। আহতদের আমরা দ্রুত আরোগ্য কামনা করছি।” হামলাকারীর খোঁজে এখন তল্লাশি চালাচ্ছে পুলিশ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর