শনিবার, ৩রা মে ২০২৫, ২০শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

সোনাতলায় সাবেক সংসদ সদস্য সহ আওয়ামীলীগ নেতাকর্মীর বিরুদ্ধে আওয়ামীলীগ নেতার ছেলের মামলা

হারুন অর রশিদ,সোনাতলা (বগুড়া)

প্রকাশিত:
২৫ আগষ্ট ২০২৪, ১৬:৩২

বগুড়ার সোনাতলায় আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ মালেক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিষ্টার সহ ৮৩জন সহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে থানায় হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের মামলা হয়েছে। নিজ দলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বুলুর ছেলে শামিনুর ইসলাম শামীম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, গত ৫ ই আগস্ট সোমবার বিকেল পাঁচটার দিকে অভিযুক্ত ব্যক্তিদের নির্দেশে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহাবুর আলম বুলুর ছেলে শামিনুর ইসলাম শামীমের উপজেলা দক্ষিণ গেটের পাশে দোকানে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে এবং এ মামলায় সাবেক এমপি সাহাদারা মান্নান কে হুকুমের আসামি করা হয়েছে। এ মামলায় অভিযুক্তরা হলেন, পৌর কাউন্সিলর ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিপুন আনোয়ার কাজল, মমিনুর রফিক ফিলিপস, আগুনিতাইর এলাকার আশরাফ আকন্দ, ওই এলাকার ফুলু আকন্দের ছেলে মানিক আকন্দ, যুবলীগ নেতা ফরহাদ হোসেন জুয়েল, সুজন চন্দ্র, উৎপল চন্দ্র কর্মকার, মোনারুল ইসলাম শাহীন, আবু সাইদ, রেজা প্রমুখ। সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা মামলা দায়ের এর বিষয় নিশ্চিত করেছেন।

উল্লেখ্য এ নিয়ে সাবেক সংসদ সদস্য শাহাদারা মান্নান এর বিরুদ্ধে সোনাতলা থানায় একটি হত্যা মামলা সহ দুটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে মামলার বাদী শামিনুর ইসলাম শামীম 'নাগরিক সংবাদের' প্রতিনিধিকে জানান, থানায় মামলা দায়ের এর পর থেকেই প্রভাবশালী নেতা ও এই মামলার আসামিরা বিভিন্ন মুঠোফোন নাম্বার থেকে মামলা তুলে নেয়া সহ জীবননাশের হুমকি দিয়েই যাচ্ছে। তিনি আক্ষেপ করে বলেন, ২০১৪ সালে আমার দোকান ক্ষতিগ্রস্ত হলে সে সময়ে আওয়ামীলীগ এমপি ও স্থানীয় নেতাদের চাপের মুখে বিএনপির নেতৃবৃন্দদের বিরুদ্ধে মামলা করতে বাধ্য হই। তিনি আরো বলেন আমার বাবা রাজনৈতিক নেতা তবে আমি কোন রাজনৈতিক দলের সদস্য না।

এবিষয়ে সোনাতলা থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা "নাগরিক সংবাদের'' প্রতিনিধিকে জানান মামলা হয়েছে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর