রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সম্পদের হিসাব দিতে আরও ১ মাস পাবেন সরকারি কর্মচারীরা
  • শপথ নিলেন নতুন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার
  • বঞ্চিত কর্মকর্তাদের গ্রেড-১ দেওয়া হবে
  • ৫ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার
  • সিইসিসহ নতুন নির্বাচন কমিশনারদের শপথ দুপুরে
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণের শীর্ষে লাহোর
  • বাংলাদেশ সফরে আসতে পারেন ব্রিটেনের রাজা-রানি
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়

চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা, অন্যত্র কমতে পারে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১১:০২

দেশের বিভিন্ন স্থানে কয়েক দিন ধরে চলা বৃষ্টি আজ মঙ্গলবার (২৭ আগস্ট) কিছুটা কমে আসতে পারে। তবে দুই বিভাগের অনেক স্থানে আজও বৃষ্টির সম্ভাবনা আছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার (২৯ আগস্ট) পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত কম হবে। তবে শুক্রবার (৩০ আগস্ট) থেকে বৃষ্টি আবার বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ মঙ্গলবার (২৭ আগস্ট) সকালে বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এখন ভারতের বিহারের দিকে চলে গেছে। তবে মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর সক্রিয় আছে। আর এ কারণে আজও বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে, তবে পরিমাণে কম হবে।

নাজমুল হক আরও বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় আজ বৃষ্টি হতে পারে। আর রংপুর বাদে অন্য বিভাগগুলোর কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে। এ অবস্থা বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে। তবে শুক্রবার থেকে পরের দুদিন বৃষ্টি বাড়তে পারে। এ জন্য বন্যা উপদ্রুত অঞ্চলগুলোতে বাড়তি সতর্কতা নিতে হবে।

গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে, ৮৪ মিলিমিটার। আগের ২৪ ঘণ্টায়ও যশোরে সর্বোচ্চ বৃষ্টি হয়, ১৮৮ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমে এসেছে।

ভারী বৃষ্টি এবং উজানে ভারত থেকে নেমে আসা ঢলে দেশের উত্তর–পূর্বাঞ্চল এবং দক্ষিণ–পূর্বাঞ্চলের অন্তত ১১টি জেলা এখন বন্যাকবলিত। বন্যার শিকার জেলাগুলোর অর্ধকোটির বেশি মানুষ।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, আগামী ২১ দিন উজানের দিকেও বৃষ্টির সম্ভাবনা কম আছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় যশোরে, ৮৪ মিলিমিটার। আগের ২৪ ঘণ্টায়ও যশোরে সর্বোচ্চ বৃষ্টি হয়, ১৮৮ মিলিমিটার। অর্থাৎ বৃষ্টির পরিমাণ কমে এসেছে।

ইতিমধ্যে আজ সকালে রাজধানীতে একপশলা বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানাচ্ছে, আজ রাজধানীতে আকাশ একেবারে পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর