শুক্রবার, ২রা মে ২০২৫, ১৯শে বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দেশের স্বার্থের বিরুদ্ধে যায় এমন চুক্তি না করার আহ্বান
  • সবার আগে বাংলাদেশ, এটিই হবে আমাদের একমাত্র লক্ষ্য
  • হাসিনার বক্তব্যের ফরেনসিক প্রতিবেদন উপস্থাপন
  • ঢাকাসহ ৮ জেলায় বজ্রপাতের সতর্কতা জারি
  • শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ সম্ভব নয়
  • শ্রমিকদের ৬ কোটি ৬৩ লাখ টাকা ক্ষতিপূরণ
  • ‘শ্রমিক-মালিকদের যৌথ প্রচেষ্টাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারে’
  • মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে
  • জিআই পণ্যের স্বীকৃতি পেলো বরিশালের আমড়া
  • বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’

কুবিতে গণ ত্রাণ কর্মসূচী শুরু

হাসিন আরমান অয়ন,কুবি প্রতিনিধি

প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৪, ১৩:৪২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বন্যা কবলিত মানুষদের পাশে দাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয়ে গণত্রাণ কর্মসূচী শুরু করেছে 'পাটাতন' নামক একটি সংগঠন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে সকাল ১০ টা থেকে একটি নির্দিষ্ট বুথে এই গণ ত্রাণ কর্মসূচী শুরু হয়।

পাটাতন বিশ্ববিদ্যালয়ের একটি বুদ্ধিভিত্তিক সংগঠন। বর্তমানে তারা বন্যা কবলিত মানুষদের সাহায্যে কাজ করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, গণ ত্রাণ হিসেবে তারা শুকনো খাবার, ভারী খাবার, টাকা-পয়সা, কাপড়চোপড় সহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস গ্রহণ করা হচ্ছে। এই গণ ত্রাণ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, এলাকাবাসী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরাও টাকা পয়সা, কাপড়চোপড় দিয়ে সাহায্য করেছে।

ত্রাণ দিতে আসা আশরাফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলেন, আমরা আমাদের সামর্থ অনুযায়ী সাহায্য করেছি। আমাদের সবার বন্যা কবলিত মানুষদের পাশে দাড়ানো উচিৎ। পাটাতনকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য।

পাটাতনের সদস্য মাসুম বিল্লাহ বলেন, বন্যার্তদের জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে ত্রাণগুলো আসছে সেগুলো আমরা সবার সাথে কোর্ডিনেট করে বন্যা কবলিত এলাকায় পৌঁছে দিচ্ছি। আশা করি সবাই বন্যা কবলিত মানুষের পাশে থাকবেন।

এর আগে বন্যার শুরু থেকেই বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা, বিভিন্ন সংগঠন বন্যার্তদের ত্রাণ দিয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাসগুলোও ত্রাণ দেয়ার ব্যাপারে ২৪ ঘন্টা উন্মুক্ত ছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর