প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৪, ১২:২৪
কক্সবাজারের উখিয়া সমুদ্র সৈকতে মৃত একটি স্পিনার ডলফিন ভেসে এসেছে। শুক্রবার (৩০ আগস্ট) সন্ধ্যায় জোয়ারের পানিতে সোনারপাড়া সমুদ্র সৈকতে মৃত ডলফিনটি ভেসে আসে।
বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো. তরিকুল ইসলাম জানান, মৃত স্পিনার ডলফিনটি বর্তমানে বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট ক্যাম্পাসে রাখা হয়েছে। মৃত্যুর কারণ নির্ধারণে এটি নিয়ে কাজ চলছে।
এর আগে গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দফায় দফায় মৃত ডলফিল ও কাছিম ভেসে এসেছিল সৈকতে।
মন্তব্য করুন: