প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৪, ১৬:২৬
আজ (৩১আগষ্ট) শনিবার গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমান মাছ ধরা কারেন্ট জাল ও চায়না জাল উদ্ধার করা হয়েছে।
সেখানে উপস্থিত উপজেলা মৎস্য অফিসের একজন কর্মচারী হারুন আর রশিদ আমাদের জানান, চাঁচকৈড় বাজার ও চাঁচকৈড় সওদাগড়পাড়ার দুইটি গোডাউন থেকে প্রায় ১০ লক্ষ্য টাকার মাছ ধরার জাল উদ্ধার করা হয়েছে।
সেখানে কারেন্ট জাল ১৭৩ কেজি ও চায়না জাল ২০৩ কেজি ছিল বলে জানা যায়। এলাকাবাসীর কাছে তথ্য নিয়ে জানা গেছে রউফ সওদাগর ও মোহন সওদাগর এর সাথে জরিত, তারা উভয় চাঁচকৈড় সওদাগর পাড়ার বাসিন্দা। অভিযানের খবর পেয়ে এর সাথে জরিত জাল ব্যাবসায়িগন গা ঢাকা দিয়েছে। অভিযান চলাকালে সেখানে উপজেলা মৎস্য অফিসার রতন চন্দ্র সাহা, উপজেলা ভূমি অফিসার মোঃ শরিফুল ইসলাম, সেনাবাহিনী ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তিতে উদ্ধারকৃত জাল চাঁচকৈড় বাঁশহাট সংলগ্ন আত্রাই নদীর পাড়ে পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয়।
মন্তব্য করুন: