প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ১২:১২
দেশের প্রায় ৮০ লাখ মানুষ হেপাটাইটিসে আক্রান্ত। এদের ৯০ ভাগই জানে না তারা ভয়ংকর এই ভাইরাস বহন করছেন। চিকিৎসকেরা বলছেন, হেপাটাইটিসে আক্রান্ত হয়ে বছরে অন্তত ২০ হাজার মানুষ প্রাণ হারাচ্ছে। অথচ টিকা নিলেই প্রতিরোধ করা যায় এই রোগ।
ভাইরাসজনিত রোগ হেপাটাইটিস। এর পাঁচটি ধরনের মধ্যে বি ও সি সবচেয়ে প্রাণঘাতী। এতে আক্রান্ত হয় লিভার।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, দেশের ৪ ভাগ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। আর হেপাটাইটিস সি-তে আক্রান্ত শূন্য দশমিক সাত ভাগ। মোট রোগীর ৩২ ভাগই ঢাকায়। সিরিঞ্জের মাধ্যমে শরীরে মাদক নেন এমন মানুষের মধ্যে এই ভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি।
ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আলী বলেন, শনাক্ত হওয়ার পরও ৭৮ ভাগই কোনো চিকিৎসা নেয় না। পরবর্তীতে ২০ থেকে ২৫ ভাগের লিভার সিরোসিস দেখা দেয়। ক্যান্সারে আক্রান্ত হন অনেকে। দেশে মোট রোগী মৃত্যুর দশম কারণ হেপাটাইটিস।
২০০৫ সাল থেকে ইপিআই কর্মসূচির মাধ্যমে হেপাটাইটিসের টিকা পাচ্ছে শিশুরা। এরইমধ্যে ১৮ বছরের কম বয়সী ৯০ ভাগই এই টিকা পেয়েছে। বর্তমানে মধ্য বয়সীদের মধ্যে হেপাটাইটিসের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। টিকা নিলে প্রতিরোধ করা যেতে পারে এই ভাইরাস।
মন্তব্য করুন: