শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রধান উপদেষ্টার কাছে নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন জমা
  • ভিন্নমতের জায়গাগুলো নিয়ে আলোচনা হবে
  • আগামী জাতীয় নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বোত্তম নির্বাচন
  • আ.লীগের মিছিল ঠেকাতে পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর নির্দেশ
  • সকলেই আমাকে দেখে বলে- আপা হর্ন তো বন্ধ হলো না
  • হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন
  • ৯ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
  • যেসব শর্ত না মানলে হতে পারবেন না ওসি
  • ভারতকে দেওয়া সব সুবিধা বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ
  • বাংলাদেশের জলসীমায় অন্য দেশ আর মাছ শিকার করতে পারবে না

বিএনপির আমানের জন্য হাসপাতালে খাবার ও ফল পাঠালেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ১৭:০৭

হাসপাতালে আমানউল্লাহ আমানের জন্য ফল ও উপহার নিয়ে যান প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান

রাজধানীর গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি থেকে তুলে নিয়ে দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমানকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দারুসসালাম অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মফিজুর রহমান বলেছেন, আমানকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে আগে থেকে হৃদ্‌যন্ত্রে সমস্যা থাকায় তাঁকে হৃদ্‌রোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

মফিজুর রহমান আরও বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেছে, আমানউল্লাহ আমানের অবস্থা স্থিতিশীল।

শনিবার (২৯ জুলাই) সকালে গাবতলীতে অবস্থান কর্মসূচি পালনকালে আমানকে তুলে নেয় পুলিশ। তবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা স্পষ্ট করা হয়নি।

এদিকে চিকিৎসাধীন আমানকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান। আজ প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিনিধিদলটি তাঁকে দেখতে গিয়েছে।

প্রতিনিধিদলটি বিএনপি নেতা আমানকে প্রধানমন্ত্রীর পাঠানো দুপুরের খাবার, বিভিন্ন প্রকার মৌসুমি ফল ও ফলের রসসহ একটি উপহারের ঝুড়ি তুলে দেয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গাজী হাফিজুর রহমান আমানকে জানান, প্রধানমন্ত্রী তাঁর জন্য খাবার, ফল ও ফলের রস পাঠিয়েছেন এবং তাঁর স্বাস্থ্যের খোঁজখবর জানতে চেয়েছেন। তিনি আমানের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

গাজী হাফিজুর আরও বলেন, চিকিৎসার জন্য দেশের অন্য যেকোনো হাসপাতালে আমান যেতে চাইলে তাঁরও সুব্যবস্থা করে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপি নেতা আমান প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করেন এবং মানবতা ও রাজনৈতিক শিষ্টাচারের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর