প্রকাশিত:
১০ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৯
লক্ষীপুরের রায়পুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পথসভা ও ত্রাণ বিতরণ অনুষ্ঠিত হয়।
সোমবার (০৯ সেপ্টেম্বর) রায়পুর পৌর শহরের বাস স্ট্যান্ড মাঠে এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা শেষে বন্যা দুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
রায়পুর উপজেলা জামায়তের আমির সাইয়েদ নাজমুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদাক ড. শফিকুল ইসলাম মাসুদ,ঢাকা মহানগর জামায়াতের সাধারণ সম্পাদক ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির বীর মুক্তিযোদ্ধা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া,জেলা জামায়াতের নায়েবে আমির এ.আর. হাফিজ উল্লাহ, সেক্রেটারী নূরনবী ফারুক,রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি এড. আব্দুল আউয়াল রাসেল চৌধুরী, পৌর জামায়াতের আমির হাফেজ ফজলুল করিম, পৌর জামায়াতের সেক্রেটারি এড. কামাল উদ্দিন প্রমূখ।
পথসভায় বক্তারা বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে ভালোমানুষ লাগবে। যাঁরা অতীতে দেশে গুমখুন করেছে তাদেরকে আর সুযোগ দেওয়া হবে না।এখনো যাঁরা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত তাদের প্রতিহত করা হবে। এ বাংলার মাটিতে শেখ হাসিনাসহ তার সন্ত্রাসীদের বিচার করা হবে।
মন্তব্য করুন: