রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়
  • বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই
  • নতুন সিইসি ও ইসিদের শপথ কখন জানা গেল
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

তৌফিক-ই-ইলাহী চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪২

সরকারবিরোধী আন্দোলন চলাকালে বাড্ডায় একজনকে হত্যার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট আলী হায়দার আজ বুধবার এ আদেশ দেন।

এর আগে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা সুমন শিকদার নামের এক ব্যক্তিকে হত্যার এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে আদালতে হাজির করা হয়। তাঁকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে বাড্ডা থানা-পুলিশ।


রিমান্ডে নেওয়ার আবেদনে বলা হয়, বাড্ডার সুমন শিকদার হত্যা মামলায় আসামি তৌফিক-ই-ইলাহী চৌধুরীর জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। এ হত্যা মামলার পলাতক আসামিদের সম্পৃক্ত থাকার তথ্য জানার জন্য আসামি তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। অপর দিকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পক্ষের আইনজীবীরা রিমান্ডে নেওয়ার আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।


(১০ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান থেকে তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ। তাঁকে নিয়ে গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপদেষ্টা ও আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা, সাবেক কাউন্সিলর, সাবেক সরকারি কর্মকর্তাসহ ২৪ জনকে গ্রেপ্তার করা হলো। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও রয়েছেন।

তৌফিক-ই-ইলাহী চৌধুরী সিভিল সার্ভিস অব পাকিস্তান (সিএসপি) কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। বিভিন্ন মন্ত্রণালয়ে সচিব হিসেবে দায়িত্ব পালনের পর ২০০২ সালে অবসরে যান তিনি। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বিষয়ক উপদেষ্টা ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর