রবিবার, ২৪শে নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়
  • বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই
  • নতুন সিইসি ও ইসিদের শপথ কখন জানা গেল
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

শুরুটা ভালো হলো না কারিনার

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৫১

খুন আর রহস্যের গল্প নিয়ে নির্মিত হয়েছে কারিনা কাপুর অভিনীত নতুন সিনেমা। নাম ‘দ্য বাকিংহাম মার্ডার্স’। আছে একজন মায়ের ব্যথার গল্প; যা কর্তব্যের আড়ালে চাপা পড়ে থাকে। জ্যাজ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পুলিশ। দুষ্কৃতকারীর আক্রমণে নিজের ছোট্ট ছেলেকে হারায় সে। দোষীরা শাস্তিও পায়। কিন্তু জ্যাজের মনে যন্ত্রণা থেকেই যায়। এই যন্ত্রণা থেকে মুক্তির লক্ষ্যে সে অন্য জায়গায় বদলি হয়। কিন্তু মন থেকে সে পালাতে পারে না।

নতুন জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গেই জ্যাজের কাছে ইশমিত নামের এক কিশোরের নিখোঁজ হওয়ার মামলা আসে। একটি গাড়ির মধ্যে তার মৃতদেহ উদ্ধার হয়। কে খুন করেছে ইশমিতকে? এর সঙ্গে কি মাদকচক্রের কোনো যোগ আছে? নাকি পারিবারিক শত্রুতা? এই প্রশ্নের উত্তর পেতে মরিয়া জ্যাজ। এমন গল্প নিয়েই নির্মিত ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ মুক্তি পেয়েছে গত ১৩ সেপ্টেম্বর।

চলতি সপ্তাহে নতুন আর কোনো বলিউড সিনেমা মুক্তি পায়নি। তাই সিনেমাটি নিয়ে বক্স অফিস বিশেষজ্ঞদের প্রত্যাশা বেশি ছিল। কিন্তু ফাঁকা মাঠেও গোল দিতে পারল না সিনেমাটি। প্রথম দিনে সিনেমাটি মাত্র ১ কোটি ১৫ লাখ টাকা আয় করেছে। কারিনার আগের ছবি ‘ক্রু’ বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। সিনেমাটি প্রথম দিনে ‘দ্য বাকিংহাম মার্ডার্স’-এর দশ গুণ আয় করেছিল শুধু ভারতেই। হংসল মেহতা পরিচালিত এ সিনেমাটি প্রযোজনাও করেছেন কারিনা। এ ছবির মাধ্যমে প্রযোজনায় অভিষেক হয়েছে তাঁর।

সিনেমাটি নিয়ে কারিনা বলেন, ‘একজন অভিনেতা হিসেবে সিনেমাটিতে অভিনয় করতে পেরে গর্বিত। অনুগ্রহ করে দেখুন। এটা আমার কাছে বেশি স্পেশাল কারণ, অভিনয়ের পাশাপাশি এখানে আমি প্রযোজনার দায়িত্বেও ছিলাম।’

এদিকে কারিনার ২০২১ সালে লেখা ‘দ্য প্রেগন্যান্সি বাইবেল’ বই নিয়েও আলোচনা চলছে। চলতি বছরের মে মাসে বইয়ের নামের কারণে মধ্যপ্রদেশের এক আদালতে কারিনার বিরুদ্ধে মামলা করেন আইনজীবী ক্রিস্টোফার অ্যান্থনি। তিনি কারিনার বইয়ের নাম পাল্টানো ও বইটির বিক্রি নিষেধাজ্ঞা জারির দাবি জানান। তাঁর অভিযোগ, ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বীদের কাছে বাইবেল নামটি খুবই পবিত্র।

২০২১ সালে প্রকাশিত হয়েছিল কারিনার লেখা বইটি, যেখানে প্রথমবার মা হওয়ার কাহিনি তুলে ধরেছিলেন তিনি। কারিনা আইনি নোটিশের জবাবে বলেছেন, বইয়ের নাম তিনি পাল্টাতে চান না।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর