প্রকাশিত:
১৫ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৬
খাদ্যবান্ধব কর্মসূচী পরিচালনার জন্য ডিলার নিয়োগে আবেদন প্রতি ২ হাজার টাকা নেওয়া হয়েছে। তবে যাচাই-বাছাই শেষে অনির্বাচিত আবেদনকারীদের প্রত্যেকেই ২ হাজার টাকা ফেরত পাবেন বলে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব কথা উল্লেখ করেছেন ভোলার চরফ্যাসন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু বকর সিদ্দিক।
প্রকাশিত সংবাদে ভুল বোঝাবুঝির অবসান নিয়ে রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে সংবাদ কর্মিদের কাছে প্রেসবিজ্ঞপ্তিটি তুলে ধরেন।
এ সময় তিনি বলেন, "ডিলার নিয়োগের আবেদন ফি না থাকলেও আদায় ৭ লাখ" শীর্ষক শিরোনামে ১০ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে সময়ের কণ্ঠস্বর, ডেইলি মেসেঞ্জার ও দৈনিক নাগরিক সংবাদ পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদে আমার প্রদানকৃত বক্তব্যটি দৈনিক নাগরিক সংবাদ এর চরফ্যাসন প্রতিনিধি মো. সাইফুল ইসলাম কে আমি সরাসরি দিয়েছি। এই তিনটি গণমাধ্যম ব্যতিত অন্য কোনো সাংবাদিক কে এ বিষয়ে বক্তব্য প্রদান করিনি। দৈনিক নাগরিক সংবাদ এর চরফ্যাসন প্রতিনিধি মো. সাইফুল ইসলাম এর লেখায় প্রকাশিত সংবাদটি হুবহু কপি করে দৈনিক যুগান্তর, দৈনিক ভোরের আকাশ ও দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকায় ১১ ও ১২ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে ছাপিয়েছে।
খদ্যবান্ধব কর্মসূচী পরিচালনার জন্য ডিলার নিয়োগে আবেদন প্রতি ২ হাজার টাকা নেওয়া হয়েছে। এটা মূলতঃ ১ হাজার ৫০০ টাকা খাদ্য-শস্য লাইসেন্স বাবত ও নির্বাচিত ডিলারদের জন্য নন জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গিকার নামা বাবত ৫০০ টাকা নেওয়া হয়েছে। নির্বাচিত ডিলারগণকে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে লাইসেন্স দেওয়া হবে এবং অনির্বাচিত আবেদনকারীদের প্রত্যেকেই ২ হাজার টাকা ফেরত পাবেন।
খাদ্য মন্ত্রণালয়ের ১৯ আগস্ট, ২০২৪ ইং তারিখের ১৫৫ নং স্মারকের নির্দেশনা অনুযায়ী চরফ্যাসন উপজেলার ২১টি ইউনিয়ন ও বিক্রয় কেন্দ্রের অনুকূলে খদ্যবান্ধব কর্মসূচী পরিচালনার জন্য সম্পূর্ণ অস্থায়ীভাবে ডিলার নিয়োগ করা হবে মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চরফ্যাসন উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়। তবে ওই বিজ্ঞপ্তিতে আবেদন প্রতি দুই হাজার টাকা নেওয়ার বিষয় বিস্তারিত উল্লেখ করা হয়নি। এ কারনে ওই সংবাদকর্মি টাকা নেওয়ার বিষয় তুলে ধরেছে। এ বিষয়ে প্রকাশিত সংবাদ থেকে মানুষ ভুল ধারণা পেতে পারে। এটা নিছক ভুলবোঝাবুঝি।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক চরফ্যাসন ভোলা তে অত্যান্ত সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সরকারি বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন যা, উক্ত সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নওরীন হক এর বক্তব্যে প্রতিয়মান হয়।
মন্তব্য করুন: