প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৪:০৮
দিল্লির রাজ্য সরকারের শীর্ষ পদ থেকে অরবিন্দ কেজরিওয়াল সরে দাঁড়ানোর পর মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আম আদমি পার্টির নেত্রী ও বর্তমান মন্ত্রী অতীশি মারলেনা। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনার সঙ্গে বৈঠকের পর পদত্যাগ করবেন অরবিন্দ কেজরিওয়াল।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আম আদমি পার্টির (এএপি) বিধায়কদের বৈঠকে আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে দলটির বিধায়ক দিলীপ পান্ডে প্রস্তাব করেন, নতুন মুখ্যমন্ত্রী বাছাইয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবেন অরবিন্দ কেজরিওয়াল। এরপর দলের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে জাতীয় আহ্বায়ক অতীশির নাম প্রস্তাব করা হয়। তখন সব বিধায়ক উঠে দাঁড়িয়ে এ প্রস্তাবে সমর্থন দেন এবং অতীশিকে বিধানসভার নেতা হিসেবে নির্বাচিত করা হয়।
অতীশি দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে আসছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থী অতীশি দিল্লির স্কুলশিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে উল্লেখযোগ্য কাজ করেছেন।
সিসোদিয়া দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়ার পরে মন্ত্রী হন কালকাজির ৪৩ বছর বয়সী এই বিধায়ক। কেজরিওয়াল ও সিসোদিয়া যখন কারাগারে ছিলেন, তখন অতীশি দলের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে এবং গণমাধ্যম সামলে দলে নিজের অবস্থান স্পষ্ট করেন।
গত রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সবাইকে অবাক ও হতাশ করে রাজ্য সরকারের শীর্ষ অবস্থান থেকে পদত্যাগের ঘোষণা দেন অরবিন্দ কেজরিওয়াল। এর মাত্র দুদিন আগে দুর্নীতির মামলায় ছয় মাস কারাবাসের পর মুক্তি পান তিনি।
গত রোববার তার দল আম আদমি পার্টির এক বৈঠকে কেজরিওয়াল বলেন, ‘দুদিন পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাব আমি। জনগণ তাদের রায় না দেওয়া পর্যন্ত ওই চেয়ারে আমি আর বসছি না। কয়েক মাস পরেই দিল্লির নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি আইনসম্মত আদালত থেকে বিচার পেয়েছি। আর এখন জনতার আদালত থেকে বিচার চাই। জনগণ হুকুম দিলেই আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।’
দেশের রাজধানীর জন্য একজন নতুন মুখ্যমন্ত্রী খুঁজে নিতে আগামী দুই দিনের মধ্যে নিম্নকক্ষে আম আদমি পার্টির সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হবে জানিয়ে কেজরিওয়াল বলেন, ‘আমি দিল্লির মানুষকে জিজ্ঞাসা করতে চাই কেজিরিওয়াল দোষী নাকি নির্দোষ? আমি যদি কাজ করে থাকি, তবে আমাকে ভোট দিন।’
মন্তব্য করুন: