বৃহঃস্পতিবার, ২১শে নভেম্বর ২০২৪, ৭ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে
  • নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি
  • রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেওয়া হবে
  • বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি
  • ঢাকার যে ৫ স্থানে আজ সবচেয়ে বেশি বায়ুদূষণ
  • রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ
  • কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব না

সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না

তারেক রহমানের বক্তব্য নিয়ে কি ভাবছেন মাঠের নেতা কর্মীরা

সুমন প্রামাণিক

প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সব কার্যক্রম মনঃপূত না হলেও তাদের কিছুতেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। তিনি বলেন, মনে রাখতে হবে-এ সরকারের ব্যর্থতা মানে আমাদের সবার ব্যর্থতা। হাজারো শহীদের আত্মদান আর ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষের ত্যাগ-তিতিক্ষার গণআন্দোলনের ফসল এ সরকার জনগণেরই সরকার। বিশ্ব গণতন্ত্র দিবস এ উপলক্ষে কেন্দ্রীয় বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান এর এমন বার্তাকে কিভাবে নিচ্ছে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। সে নিয়ে দৈনিক নাগরিক সংবাদ কথা বলেছে নেতা কর্মীদের কয়েকজনের সাথে।


শ্রীপুর (গাজীপুর) থেকে এস এম জহিরুল ইসলাম জানান, বিএনপির কেন্দ্রীয় সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ধ্বংস হওয়া সকল প্রতিষ্ঠান সংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ অবস্থান তৈরি করবে। এছাড়াও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করবে এটি হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব। এছাড়াও সকল প্রতিষ্ঠান সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করবেন। এই দায়িত্ব পালনে বর্তমান সরকার শতভাগ সফল হবেন।


নাটোরের গুরুদাসপুর থেকে নাঈম ইসলাম জানান, গুরুদাসপুর পৌর বিএনপি এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ দুলাল সরকার বলেন, বিগত সরকার দেশের প্রত্যেকটা সেক্টরে নিজেদের দলীয় লোকজন নিয়োগ দেওয়ার মাধ্যমে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তারা এখনও দেশের মধ্যে অবস্থান করছে ও সরকার বিরোধী নানা ধরনের কার্যক্রম সংগঠিত করছে। তারা এই সরকারের পক্ষে ছিলনা বিধায় তারা নানা ভাবে এই সরকারকে পতন করার চেষ্টা করছে। আমরা মনে করি বিগত ১৭ বছরের আন্দোলনের সুফল এই অন্তর্বর্তীকালীন সরকার।
আমরা বিশ্বাস করি এই সরকারের হাত ধরেই আগামিতে দেশে গনতন্ত্র ফিরে আসবে। আবারও এ দেশের মানুষ ভোটাধিকার ফিরে পাবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই গনতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। সে সময় পর্যন্ত আমরা এই সরকারকে সকল ধরনের সহযোগিতা করব। এ কারনেই এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবেনা।


আনিসুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর) থেকে জানান, সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না এই প্রশ্নে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিএনপি'র সাধারণ সম্পাদক পারভেজ আহাম্মেদ বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বক্তব্যকে তারা ইতিবাচক ভাবে দেখছেন, আওয়ামী-লীগ সরকার ১৫ বছরে পুলিশ প্রশাসন থেকে শুরু করে প্রতিটা বিভাগে যেভাবে জঞ্জাল রেখে গেছে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কারের জন্য সুযোগ দিতে হবে। আমাদের নেতা যে কথা বলেছে আমরা এ কথার সাথে একমত। অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সংস্কার করে নতুন একটি সরকার গঠন করা হবে। নতুন একটি নির্বাচন হবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এবার আমরা শান্তিপূর্ণ সহ অবস্থানের মাধ্যমে আমাদের সঠিক রাজনীতিটা করতে চাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফার কর্মসূচির মাধ্যমে আমাদের দল গোছানোর জন্য চেষ্টা করতেছি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি।


তিতাস (কুমিল্লা) থেকে শাহাদৎ হোসেন কথা বলেছেন তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সাথে। তিনি জানান, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে একটি ফ্যাসিবাদী সরকারকে হটিয়ে নতুন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। যাদের হাতে আগামীর বাংলাদেশ। এই সরকারের অন্যতম কাজ হচ্ছে রাষ্ট্রের সব সেক্টর থেকে ফ্যাসিবাদের দোসরদের হটিয়ে একটি নতুন রাষ্ট্র বিনির্মান করা। কিন্তু আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা এখনো চাচ্ছে দেশকে অচল করে দিতে। তারা চাচ্ছে সরকার কে প্রশ্নবিদ্ধ করে ব্যর্থ করে দিতে। কারণ তারা সরকারকে ব্যর্থ করে দিলে দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হবে না। দেশ একটি সংকটের দিকে পতিত হবে, তাই আমরা কখনই এই সরকার কে ব্যর্থ হতে দিবো না। পাশাপাশি সরকার তার নিজের কাজের কারণেও যেন ব্যর্থ না হয় আমরা সেই দিকে সজাগ দৃষ্টি রাখছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের কে যে আদেশ দিবে আমরা তৃণমূল বিএনপি তার জন্য প্রস্তুত আছি।


রায়পুর (লক্ষীপুর) থেকে খোরশেদ আলম জানান, রায়পুর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার বলেন, আমরাও চাই বর্তমান সরকার সুস্থ ভাবে পরিচালনা করুক। আমরা হতাশ নই সরকার যখনই নির্বাচন দিক এতে আমাদের কোন আপত্তি নেই। যেহেতু একটা তাবেদার সরকার দেশকে ধ্বংস করে গেছে এই ধ্বংসের হাত থেকে দেশটাকে উদ্ধার করতে হবে আমাদের নেতা কর্মীদের আমরা বলে দিয়েছি সর্তকদৃষ্টি রাখতে। যখন নির্বাচন আসবে জনগণ যাকে বসাবেন সেই দেশ চালাবেন বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার ছাত্রের রক্তের বিনিময়ে আজকে দেশ নতুন ভাবে আবার স্বাধীন হয়েছে। এই রক্তের স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে কোনভাবেই এই স্বাধীনতাকে মলিন হতে দেয়া যাবে না। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে কথা গুলো বলেছেন এটা সঠিক বলেছেন। আমাদের উপর থেকে যেই নির্দেশে দিয়েছে এর বাহিরে কাজ করা যাবে না তারেক রহমান যে ভাবে বলবে আমরা সেই ভাবেই দেশটাকে এগিয়ে নিতে চাই।


মোঃ হাছনাইন, তজুমদ্দিন (ভোলা) জানান, তজুমদ্দিন উপজেলা বিএনপি সদস্য সচিব ওমর আসাদ রিন্টু বলেন, আমাদের নেতা চান এই সরকার জরুরী যে কাজগুলো করছে, সংস্কারের উদ্যোগ নিয়েছে, সেখানে আমাদের দলের কোন নেতাকর্মী যেন কোন অনিয়মের সাথে, চাঁদাবাজির সাথে, সন্ত্রাসের সাথে না যায়, সন্ত্রাসী কার্যকলাপ থেকে বিরত থাকে। আওয়ামী লীগ সরকার সন্ত্রাসী, চাঁদাবাজি, দখলদারিত্ব, সহ যে সকল অপকর্মে লিপ্ত ছিল তা থেকে বিএনপি নেতাকর্মীদের বিরত থেকে সরকারকে সহযোগিতা করতে হবে।


হারুন অর রশিদ, সোনাতলা (বগুড়া) থেকে জানান, উপজেলা বিএনপির সভাপতি এ কে এম আহসানুল তৈয়ব জাকির বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যথার্থই বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগিতা করতেই হবে, যত তাড়াতাড়ি সম্ভব দেশে পরিস্থিতি ভালো করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যাওয়া যায় এবং গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হয়। জনগণ যাতে গণতান্ত্রিক উপায়ে ভোট দিতে পারে এবং জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে একটি গণতান্ত্রিক সরকার গঠন হয় সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা একান্ত জরুরী। স্বৈরাচার দীর্ঘদিন ছিল তাদের পতন হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এখন একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক মাধ্যমে দেশ পরিচালিত হবে, সরকার গঠন হবে। এটাই এ মুহূর্তে সবার কাম্য এবং আইনশৃঙ্খলা যেন সঠিক থাকে ভালো থাকে সে ব্যাপারে সহযোগিতা করতে হবে, সংখ্যালঘু যারা তারা যেন নির্বিঘেœ তাদের কর্মকা- চালাতে পারে, ধর্মীয় উৎসব হোক বা ব্যবসা-বাণিজ্য হোক এদিকে আমাদের সবাইকে সজাগ থাকা দরকার এবং সহযোগিতা করা দরকার। সরকারের যে প্রশাসন যন্ত্র সেটা হলো আইন, আইন অনুযায়ী যে সকল কর্মকা- করবে সে সকল কর্মকান্ডে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে সর্বদা প্রস্তুুত রয়েছি।


মোঃ রায়হান আলী, শাহজাদপুর (সিরাজগঞ্জ) জানান, শাহজাদপুর পৌর বিএনপি সভাপতি এমদাদুল হক নওশাদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর আদর্শিক চিন্তা চেতনায় আমাদের নেতা তারেক রহমান পরিষ্কারভাবে তুলে ধরেছেন, তিনি বলেছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আমরাও তারেক রহমানের সাথে একমত পোষণ করছি। আমাদের বিএনপির উচ্চ পর্যায় থেকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীবৃন্দ এর সাথে একমত। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের তরুণ সমাজ, ছাত্র-জনতা এবং সাধারণ জনগণ এর বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল এই অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের সাথে সহযোগিতা করে তার দায়িত্বকালীন সময় তার সাথে থাকতে চাই। সে যেন এই দেশকে সংস্কার করে আবার পুনরায় নতুনভাবে এই দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে। সেজন্যে আমরা এই সরকারকে সময় দিতে চাই। যতটুকু সময় প্রয়োজন, কিন্তু আমাদের সুস্পষ্ট কথা এই সরকার তাদের দায়িত্বে যতটুকু আসে এবং তাদের সংস্কার করতে যতটুকু সময় দরকার, খুব বেশি না নিয়ে ততটুকু সময়ের মধ্যে যেন করে এটুকু আমরা আশা করি। আমরা বিভেদের রাজনীতি চাই না। আমরা আর রাজপথে নেমে সরকারের বিরুদ্ধে স্বৈরাচার স্বৈরাচার বলে স্লোগান দিতে চাই না। আমরা একটি ঐক্যবদ্ধ দেশ চাই। শান্তিপূর্ণ দেশ চাই, জনগণের মাঝে যেন শান্তি বিরাজমান হয় এরকম একটি জনগণের সরকার চাই। এগুলোই আমার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি। আশা করি তারা পূরণ করবেন এবং আমাদের এই লক্ষ্য পূরণ করতে তারাও সহযোগিতা করবেন।


মো. সাইফুল ইসলাম, চরফ্যাসন (ভোলা) থেকে জানান, চরফ্যাসন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ১৭ বছর আওয়ামী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচনের জন্য। অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। এই সরকার ব্যর্থ হলে দায়ভার তো আমাদেরও আছে। নিরপেক্ষ সরকারের অধিনে সুস্পষ্ট নির্বাচন হবে। সে নির্বাচনে জনগণ তাদের ভাগ্য নির্ধারণ করার জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের মনের কথা বলেছেন। আমরা সে কথাগুলো বিশ্বাস ও সমর্থন করি। এ সরকারকে সর্বাতœক সহযোগিতা করব।


নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) থেকে আনোয়ার হোসেন জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আলিম বাহাদুর বলেন, এই সরকার ব্যর্থ হলে দেশের ও দশের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হবে। জনগণের উন্নয়ন সাধিত করতে দলের হাই কমান্ড থেকে আগে থেকেই নির্দেশনা দেওয়া ছিল এই অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে। দীর্ঘ সময় ধরে ছাত্র জনতার আন্দোলন এবং নিরীহ তাজা প্রাণের বিলিয়ে দেওয়ার মাধ্যমে একটি ঐতিহাসিক বিপ্লব ঘটেছে। এই বিপ্লবের চুড়ান্ত রুপ দিতে সকলের সমন্বয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে নস্যাৎ করতে বিচ্ছিন্ন ঘটনা, বিভিন্ন প্রকার ষড়যন্ত্র এবং অপপ্রচার করছে কুচক্রী মহল। তিনি বলেন দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, অর্থনৈতিক মন্দা, সর্বোপরি দেশের ও দশের উন্নয়নে সকল শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে এই অপশক্তিকে রুখে দাড়াতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করতে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা সদা প্রস্তুত আছেন বলেও জানান।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর