প্রকাশিত:
৫ অক্টোবর ২০২৪, ১৩:০৪
গাজীপুরের জিরানীতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা। তবে অন্যান্য কারখানায় উৎপাদন স্বাভাবিক রয়েছে।
হাজিরা বোনাস, টিফিন বিল ও বাৎসরিক ছুটির দাবিতে আজ শনিবার (৫ অক্টোবর) সকালে গাজীপুরের জিরানীতে আইরিশ ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামেন। সকাল ১০টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা জিরানীতে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা।
খবর পেয়ে শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
গাজীপুরের অন্যান্য শিল্প কারখানায় উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিক রয়েছে। সকালে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।
মন্তব্য করুন: