শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • প্রয়োজনে ভেঙে ফেলা হবে হাওরের সড়ক
  • পলাতক পুলিশ সদস্যদের বেতন বন্ধ, মামলার প্রস্তুতি
  • ৩ মাসে জ্বালানি খাতে ৩৭০ কোটি টাকা সাশ্রয়
  • বিচারের আগে আ.লীগের মাঠে থাকার সুযোগ নেই
  • নতুন সিইসি ও ইসিদের শপথ কখন জানা গেল
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ইবিতে নতুন দুই সহকারী প্রক্টর নিয়োগ

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৬ অক্টোবর ২০২৪, ১৫:৫৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রক্টরিয়াল বডিতে নতুন দুই শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তরা হচ্ছেন, ইইই বিভাগের অধ্যাপক ড. খাইরুল ইসলাম ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী।

রোববার (৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এই তথ্য জানানো হয়৷

এতে বলা হয়, সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টন্ট বিভাগের প্রভাষক জনাব মোঃ ইয়ামিন মাসুমের মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ার তদস্থলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা: খাইরুল ইসলাম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জনাব মিঠুন বৈরাগী-এর মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় তদস্থলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো আব্দুল বারী-কে ৫ অক্টোবর, ২০২৪ থেকে পরবর্তী ০১ বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন।

নবনিযুক্ত সহকারী প্রক্টর অধ্যাপক ড. খাইরুল ইসলাম বলেন, আমাকে নিয়োগদান করায় উপাচার্য মহোদয়কে ধন্যবাদ। ক্যাম্পাসটা শিক্ষার্থীদেরই, আমরা চেষ্টা করব শিক্ষার্থীদের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং ক্যাম্পাস শিক্ষার্থীদের জন্য নিরাপদ রাখতে দায়িত্ব পালন করতে। এজন্য শিক্ষক, শিক্ষার্থী এবং সাংবাদিক ভাইদের সহযোগিতা প্রত্যাশা করছি।

অধ্যাপক ড. আব্দুল বারী বলেন, আমার মতে পদ-পদবী কোন বিবেচ্য বিষয় না, ছাত্র-শিক্ষক সম্পর্কটাই আসল। শিক্ষার্থীদের সাথে, শিক্ষার্থীদের জন্য কাজ করতে সহকারী প্রক্টরের পদটি একটি উপসর্গ মাত্র। একটি পরিবারের যেমন পিতা পুত্রের সম্পর্ক হয়, আমি চেষ্টা করব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথেও সেভাবেই সম্পর্ক বজায় রাখতে। শিক্ষার্থীরা যাতে আইন-শৃঙ্খলার বাইরে না যায় সেটার জন্যই আমাদের প্রশাসন নিয়োগ দিয়েছে। চেষ্টা করবো যথাযথভাবে দায়িত্ব পালন করার।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর