প্রকাশিত:
৭ অক্টোবর ২০২৪, ১৬:৩৫
রাজধানীতে ৫০ বোতল ফেনসিডিলসহ ৬ মাদক কারবারিক গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানা।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে সেনাবাহিনীর সহযোগিতায় তেজগাঁও থানাধীন পান্থপথ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের নাম- মো. শামীম আহমেদ রাফী, মো. সুমন মন্ডল, মো. আল হেলাল তাইফুর, মো. রাজু আহম্মেদ, মো. মহিবুল ও মো. রাজিব হাসান। এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল, মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেটকার, ১২টি মোবাইল ফোন ও দুইটি এটিএম কার্ড উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ওই ৬ মাদক কারবারি একটি প্রাইভেটকারসহ পন্থপথ এলাকায় অবস্থান করছে মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। পর সেনাবাহিনীর সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা জব্দকৃত প্রাইভেটকারযোগে কুষ্টিয়া জেলা থেকে উদ্ধারকৃত মাদকদ্রব্য বিক্রির জন্য চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়েরের পাশাপাশি তাদের আদালতে পাঠানো হয়েছে এবং আদালতে তাদের রিমান্ড চাওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন: