প্রকাশিত:
১২ অক্টোবর ২০২৪, ১৮:২১
ময়মনসিংহের শুম্ভুগঞ্জে সন্ত্রাসী হামলায় স্বপন ভদ্র (৭০) নামে একজন সাংবাদিক নিহত হয়েছেন। আজ (১২ অক্টোবর) শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানা যায়, রঘুরামপুর টানপাড়া এলাকায় স্বপন ভদ্র দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। তিনি বিভিন্ন সময় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ফেসবুক স্ট্যাটাসসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করায়। তাকে বিভিন্ন সময়ে হুমকি স্বীকার হতে হতো তারপরেও সে প্রতিবাদী কণ্ঠস্বরের মতন কাজ করে যেতেন। বেলা ১১ টার দিকে বাসার সামনে চেয়ারে বসে তিনি পত্রিকা পড়তে ছিল। হঠাৎ করে মাদক কারবারি সাগর (২০) নামের একজন দা দিয়ে কোপ দেয় এবং হাতের কব্জি কেটে ফেলে তারপর ঘাড়ে কয়েকটা কোপ দিয়ে জখম করে পানিতে ফেলে দেয়।
সাংবাদিক স্বপন ভদ্র ময়মনসিংহ সদরে অনলাইন নিউজ পোর্টাল এ প্রতিনিধি ছিলেন। সংবাদ প্রকাশের জের ধরে মাদক সন্ত্রাসীর লোকজন এই হামলা চালিয়ে থাকতে পারেন বলে তাঁর স্বজনদের ধারণা।
স্থানীয় এলাকাবাসী সাংবাদিকদের বলেন, ‘সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মাদক ব্যবসায়ীরা অসন্তুষ্ট হয়েছিলেন। তিনি আগেও নানাভাবে হেনস্তার শিকার হয়েছেন। মাদক কারবারির লোকজনই এই হামলা চালিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।
ঘটনার বিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিক বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে আমাদের।
মন্তব্য করুন: