শুভ্র ফোটায় বৃষ্টি পড়ে
ধরণী হয় শান্ত
ধুধু প্রান্তর প্রাণ ফিরে পায়
সবুজাভ সব প্রান্ত।
বৃষ্টির জলে দয়া আছে
শত খাদ্য ফলে
আহার করে ফলফলাদি
মানব জীবন চলে।
বৃষ্টির জলে মাঠে ঘাটে
কৈ পুঁটি মাছ বাড়ে
সুস্বাদু মাছ মানুষে খায়
কেউ কী পোনা ছাড়ে?
ন্যাড়া পাহাড় জেগে ওঠে
পেয়ে বৃষ্টির ছোঁয়া
হাজার রকম বৃক্ষ জন্মে
হয়নি তো বীজ রোয়া!
মন্তব্য করুন: