শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে
  • নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি
  • রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেওয়া হবে
  • বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি
  • ঢাকার যে ৫ স্থানে আজ সবচেয়ে বেশি বায়ুদূষণ

ময়মনসিংহ 

ক্রেতাদের অভিযোগ বাজারে ১০০ টাকা কমে সবজি নাই

মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ

প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৪, ১৫:০৮

নগরীর মেছুয়া বাজারে পেঁপে ছাড়া ১০০ টাকার নিচে বাজারে কোনো সবজিই নাই বলছেন রাজ মামুদ নামের স্থানীয় এক বাসিন্দা। রবিবার সকাল ১১টার দিকে ক্রেতা মফিজ উদ্দিন সরকার তিনি অভিযোগ করে বলেন বর্তমান বাজারে সবজির দাম আকাশছোয়া হয়ে গেছে। 
 
বছির উদ্দিন (৪৯) ৫ জনের সংসার। ব্যাগ নিয়ে ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজারে ঘুরছিলেন। বাড়ি থেকে পেঁয়াজ ও বেগুন নিয়ে যেতে বলেছিল বউ। কিন্তু বাজারে এসে দেখেন পেঁয়াজ কেজি ১১০ টাকা এবং বেগুন ১৩০ টাকা। অগত্যা বেগুন না কিনে পেঁপে কিনতে যান। বাজারের সবচেয়ে কম দামি এই সবজির কেজিও ৪০ টাকা। অনেক দরদাম করে ৩৫ টাকায় কেনেন তিনি। বছির উদ্দিনের বাড়ি জুবলীর ঘাট এলাকায়। ময়মনসিংহ নগরের পাইকারি সবজির বাজার মেছুয়া বাজারে তাঁর সঙ্গে কথা হয়। আক্ষেপ নিয়ে বলেন, বেগুন কিনতে আসছিলাম। এক কেজি বেগুন কিনার সাহস পাইলাম না। অথচ আগে ১০০ টাকার সবজি কিনলে ব্যাগ ভরে বাড়িত যাইতাম।
 
সবজি বিক্রেতা খোরশেদ আলী জানান, যেসব এলাকায় সবজি হয়, সেখানে বন্যা হওয়ায় সবজির দাম বেড়েছে। বন্যার কারণেই এই মূল্যবৃদ্ধি, অন্য কোনো কারসাজি নেই। তিনিও বলেন, ১০০ টাকার নিচে কোনো সবজি নাই বাজারে।
 
ময়মনসিংহ নগরীর মেছুয়া বাজার, চরপাড়া বাজার, সানকি-পাড়া রেলক্রসিং বাজার, ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগের ১৮০-২০০ টাকার কাঁচামরিচ আজ রবিবার ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে। বরবটি ১১০ থেকে ১২০, ৫০ টাকার করলা ৭০ থেকে ৯০। ৫০ টাকার পটোল ৭০ থেকে ৮০, ৪০ টাকার শসা ৫০ থেকে ৭০, ৪০-৫০ টাকার চিচিঙ্গা ও ঝিঙে ৭০থেকে ১০০ টাকা, ৬০ টাকার বেগুন ১২০, টমেটো ২২০ থেকে ২৪০, গাজর ১৬০, লাউ ৮০ থেকে ১০০, কুইশাক ৪০, পেঁপে ৪০ টাকা বিক্রি হচ্ছে।
 
এবিষয়ে জানতে চাইলে ময়মনসিংহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুস ছালাম বলেন, আমাদের তদারকি অব্যাহত আছে। সবজির দাম নির্ধারিত নয়। তারপরও আমার ক্রয় ও বিক্রয় মূল্যের ভাউচার চেক করছি। অসংগতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর