প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২৪, ১৭:৪০
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নাজমুল হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বিটি-বাড়ির স্থানীয় এলাকার হিরা মিয়া'র পুত্র।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন ‘নাজমুল হোসেন ডেঙ্গু আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এ অবস্থায় তিনি ফুসফুসের ইনফেকশন (নিউমোনিয়া) ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগতে থাকেন। রোববার ভোর সাড়ে চারটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় নাজমুল এর। ডেঙ্গু ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৮ জন ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মোট ভর্তি রয়েছেন ২৮ জন। এর মধ্যে পুরুষ ২১ জন, নারী তিনজন ও শিশু চারজন।
রোববার (১৩ অক্টোবর ২০২৪) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকাল পার্সন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নাগরিক সংবাদকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন নাজমুল হোসেন। এরপর আজ (রোববার) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নাজমুল আগে থেকেই ফুসফুসের ইনফেকশন ও রক্তে লবণের ঘাটতি জটিলতায় ভুগছিলেন।
মন্তব্য করুন: