শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • ঢাকার বাতাস আজ ‘খুবই অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যেখানে
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে
  • নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি
  • রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেওয়া হবে
  • বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি
  • ঢাকার যে ৫ স্থানে আজ সবচেয়ে বেশি বায়ুদূষণ

যেমন হলো বিপিএলের দলগুলোর স্কোয়াড

খেলা ডেস্ক

প্রকাশিত:
১৪ অক্টোবর ২০২৪, ১৪:৪৫

বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসরের জন্য ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এখান থেকে নিজেদের দলগুলোকে গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

এর আগেই অবশ্য তিনজন করে ক্রিকেটার সরাসরি চুক্তি অথবা ধরে রেখেছে তারা।

ড্রাফটের বাইরেও দলগুলো চাইলে খেলোয়াড়দের দলে ভেড়াতে পারবে। বিদেশিদের নেওয়া যাবে কোনো ধরনের বাধ্যবাধকতা ছাড়াই। ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরিতে থাকা সব ক্রিকেটারই দল পেয়েছেন। ‘সি’ ক্যাটাগরিতে দল পাননি মুমিনুল হক সৌরভ ও মোসাদ্দেক হোসেন সৈকত। রিশাদ ডাক পেয়েছেন সপ্তমবারে গিয়ে।

ড্রাফটের পর ফ্র্যাঞ্চাইজিগুলোর স্কোয়াড:

দুর্বার রাজশাহী

ড্রাফট থেকে দেশি- তাসকিন আহমেদ, জিসান আলম, ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন, সানজামুল ইসলাম, এস এম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম, মোহর শেখ অন্তর।

ড্রাফট থেকে বিদেশি- সাদ নাসিম, লাহিরু সামারাকুন।

সরাসরি চুক্তি- এনামুল হক বিজয়।

 

ঢাকা ক্যাপিটালস

ড্রাফট থেকে দেশি- লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাৎ হোসেন দীপু।

ড্রাফট থেকে বিদেশি- সায়েম আইয়ুব, আমির হামজা।

সরাসরি চুক্তি- মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম।

বিদেশি সরাসরি চুক্তি- জনসন চার্লস, আমির হামজা, স্টিফেন এসকানজি।

 

চিটাগাং কিংস

ড্রাফট থেকে দেশি- শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাবেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।

বিদেশি ড্রাফট থেকে- গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল।

দেশি সরাসরি চুক্তি- সাকিব আল হাসান, শরিফুল ইসলাম।

বিদেশি সরাসরি চুক্তি- মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো।

 

খুলনা টাইগার্স

ড্রাফট থেকে দেশি- হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।

ড্রাফট থেকে বিদেশি- মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি।

সরাসরি চুক্তি- মেহেদী হাসান মিরাজ।

রিটেইন- আফিফ হোসেন, নাসুম আহমেদ।

 

রংপুর রাইডার্স

ড্রাফট থেকে দেশি- নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার, রাকিবুল হাসান, রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তোফিক খান তুষার।

ড্রাফট থেকে বিদেশি- আকিফ জাবেদ, কার্টিস ক্যাম্ফার।

সরাসরি চুক্তি- মোহাম্মদ সাইফউদ্দিন।

রিটেইন- নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান।

 

সিলেট স্ট্রাইকার্স

ড্রাফট থেকে দেশি- রনি তালুকদার, মাশরাফি বিন মর্তুজা, আল-আমিন হোসেন, আরফাত সানি, রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদ ইসলাম।

ড্রাফট থেকে বিদেশি- রাকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি, রিস টপলি।

সরাসরি চুক্তি: জাকের আলী।

রিটেইন: তানজিম হাসান সাকিব, জাকির হাসান।

 

ফরচুন বরিশাল

ড্রাফট থেকে দেশি- মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মণ্ডল, এবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

ড্রাফট থেকে বিদেশি- জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা, নান্দ্রে বার্গার।

সরাসরি চুক্তি- তাওহীদ হৃদয়।

রিটেইন- তামিম ইকবাল, মুশফিকুর রহিম।

বিদেশি সরাসরি চুক্তি- কাইল মেয়ার্স, মোহাম্মদ নবি।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর