প্রকাশিত:
১৫ অক্টোবর ২০২৪, ১৭:৪০
কালিয়াকৈর উপজেলায় গাজীপুর জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট নাফিসা আফরিন এর সাথে উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক এবং সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ এবং আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলার নির্বাহী ভূমি অফিসার দিল আফরোজ এবং কালিয়াকৈর উপজেলার বিএনপির সভাপতি হেলান উদ্দিন, উপস্থিত ছিলেন জামায়াতে কালিয়াকৈর উপজেলার আমির আরো উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের নির্বাহী সভাপতি আব্দুল আলিম, উপস্থিত কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন এবং বিভিন্ন সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
এই অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আলোচনা করা হয়।
মন্তব্য করুন: