প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৪, ১১:২৭
নিত্যপণ্য আমদানিতে শুল্কছাড় ও খোলা বাজারে সবজি বিক্রিসহ বেশ কয়েকটি সরকারি উদ্যোগে বাজারের উত্তাপ কমতে শুরু করেছে। ধীরে ধীরে কমছে দাম। প্রায় প্রতিটি সবজির দাম কমেছে।
আজ (১৯ অক্টোবর) শনিবার রাত ১২টার পর থেকে রাজধানীর সবচেয়ে বড় পাইকারি কাঁচা বাজার কাওরান বাজার সরেজমিন ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকের পর ট্রাক সবজি আসছে। দাম ও কয়েকদিনের তুলনায় কম।
কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে। আগে যে ফুলকফির দাম ছিল প্রতিটি ৬০ থেকে ৮০ টাকা তা এখন ৫০ টাকা। টমেটো ১৫০ টাকা, পোটল ৬০, সিম ১৮০ থেকে ২০০ টাকা, বরবটি ৮০ টাকা, করল্লা ৬০ টাকা, লাউ ৪০ থেকে ৫০ টাকা। মৌসুমী সবজি উঠা শুরু হলে কয়েকদিন পর আরও দাম কমবে বলে আশা পাইকারদের।
একদিনের ব্যবধানে ডজন প্রতি ডিম ২০ টাকা কমে ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে, ইতোমধ্যে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অর্ন্তর্বতী সরকারের কয়েকজন উপদেষ্টা। এর সুফলও দেখা যাচ্ছে বাজারে। কমতে শুরু করেছে ডিমের দাম। সবজির বাজারও রয়েছে কমতির দিকে।
বাজারের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারি মনিটরিং আরও জোরদার করার দাবি ক্রেতাদের। নিম্নমুখী পাইকারি দামের প্রভাব যেন দ্রুত খুচরা বাজারেও পড়ে এমন আশা সকলের।
মন্তব্য করুন: