প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৪, ১২:২১
নাটোরের গুরুদাসপুর সোনাবাজু-পাটপাড়া এলাকা দিয়ে প্রবাহিত তুলসী নদী কচুরিপানায় ভরাট থাকায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকাল ৫ টায় ওই কচুরিপানা অপসারণসহ নদী বাঁচাতে পাটপাড়া বাজার এলাকায় মানববন্ধন করেন এলাকাবাসী।
জানা যায়, একসময় তুলসী নদী ছিল এলাকার যোগাযোগের প্রধান মাধ্যম। এ নদী এলাকায় মাছের চাহিদা মিটিয়ে জীববৈচিত্র রক্ষায় ভুমিকা রাখতো। সই নদী এখন নাব্যতা হারিয়ে কচুরিপানা জমে অস্তিত্ব সংকটে পড়েছে।
স্থানীয় সমাজ কল্যান যুব সংঘ আয়াজনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে বক্তব্য রাখেন বীর মুক্তিযাদ্ধা এড. আব্দুল ওহাব, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্কাছ, এমদাদুল হক, নিখিল চদ্র প্রমুখ। এসময় দ্রুত কচুরিপানা অপসারনে প্রসাশনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
এ ব্যাপার উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, কচুরিপানা যদি মুল সমস্যা হয় সেক্ষেত্রে উপজেলা প্রশাসন তা অপসারনে দ্রুত ব্যবস্থা নিবেন।
মন্তব্য করুন: