শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে
  • নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি
  • রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেওয়া হবে
  • বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি
  • ঢাকার যে ৫ স্থানে আজ সবচেয়ে বেশি বায়ুদূষণ
  • রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

আবার জোড়া গোল মেসির

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৩, ১৩:৫৩

গোলের পর মেসির উচ্ছ্বাস

আবার লিয়োনেল মেসির জোড়া গোল। ইন্টার মায়ামির হয়ে টানা তিন ম্যাচে গোল করলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী। থামানোই যাচ্ছে না তাঁকে। আগের ম্যাচেও জোড়া গোল করেছিলেন। বুধবার রাতের (ভারতীয় সময় বৃহস্পতিবার সকাল) ম্যাচে আবার জোড়া গোল করলেন তিনি। তিন ম্যাচে পাঁচ গোল হয়ে গেল মেসির। লিগস কাপে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়ে দিল মায়ামি। এই প্রতিযোগিতার শেষ ষোলোয় উঠে গেল মায়ামি। সেখানে তারা খেলবে এফসি ডালাসের বিরুদ্ধে।

ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে গোল করেন মেসি। বক্সের বাইরে থেকে বল ভাসিয়েছিলেন রবার্ট টেলর। বিপক্ষের ডিফেন্ডারদের এড়িয়ে মেসি বক্সে ঢুকে বুক দিয়ে বল রিসিভ করেন। তার পর বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন। তবে ১১ মিনিট পরেই সমতা ফেরায় অরল্যান্ডো। প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। তবে বিপক্ষের এক ফুটবলারকে ট্যাকল করে ইন্টার মায়ামির হয়ে প্রথম হলুদ কার্ড দেখেন মেসি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই বিপক্ষের মরিসিয়ো পেরেরার সঙ্গে সংঘর্ষে মাটিতে লুটিয়ে পড়েন মেসি। তবে ধাক্কা সামলে দু’মিনিট পরেই উঠে দাঁড়ান। নিজের দ্বিতীয় গোলের ক্ষেত্রে আক্রমণ শুরু করেছিলেন মেসিই। নিজেদের অর্ধে বল পেয়ে বাঁ দিকে এক সতীর্থকে পাস বাড়ান। সেই ফুটবলার কিছুটা এগিয়ে গিয়ে বক্সে ক্রস ভাসান, যা রিসিভ করেন জোসেফ মার্তিনেস। তিনি মেসিকে পাস দেন। চলতি বলে ডান পায়ের ভলিতে গোল করেন মেসি।

বার্সেলোনায় মেসির প্রাক্তন সতীর্থ জর্দি আলবার এই ম্যাচেই অভিষেক হল মায়ামির হয়ে। ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত আটটায়। ৪৫ মিনিট আগে মেসিরা গা ঘামানোর জন্যে নেমেও পড়েছিলেন। কিন্তু বৃষ্টিতে মাঠে জল জমে যায়। খেলা শুরু হতে বেশ কিছুটা দেরি হয়।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর