শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪, ৯ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে
  • নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি
  • রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেওয়া হবে
  • বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি
  • ঢাকার যে ৫ স্থানে আজ সবচেয়ে বেশি বায়ুদূষণ
  • রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

গুরুদাসপুরে বিএনপির আনন্দ মিছিল

ইউপি চেয়ারম্যানের কঠোর শাস্তি দাবি

মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর)

প্রকাশিত:
২০ অক্টোবর ২০২৪, ১৭:৫৩

চাঁদাবাজি ও স্কুলের জায়গা দখলের মামলায় নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আরেক আসামী হাসান আলীসহ তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৯ অক্টোবর) তাদের আদালতের মাধ্যমে নাটোর কারাগারে প্রেরণ করা হলে আনন্দ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা।

মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের জুলাই মাসে ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী সহ ১১ জনের বিরুদ্ধে গুরুদাসপুর আমলি আদালতে মামলা করেন বিএনপি নেতা ফিরোজ আলী। আইয়ুব আলী ও তার লোকজন ফিরোজ আলীর কাছে মোটা অংকের চাঁদা না পেয়ে মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল নিয়ে কাঁটাতারের বেড়া দেন। এ মামলার অন্য আসামীদের ধরতে অভিযান চলছে।

শনিবার বেলা ১১টায় উপজেলা বিএনপির সহ-সভাপতি ফিরোজ আলীর নেতৃত্বে নাজিরপুর বাজার এলাকায় আনন্দ মিছিল শেষে পথসভা ও মিষ্টি বিতরণ করা হয়েছে। পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি তাইজুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন নাজিরপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুর রহমান ও সাবেক সভাপতি ফেরদৌস রহমান।

এসময় মামলার বাদী ফিরোজ আলী বলেন, আওয়ামীলীগ শাসনামলে চেয়ারম্যান আইয়ুব আলী ও তাঁর কতিপয় অনুসারীরা দলীয় প্রভাবে তার নামে ৯টি মিথ্যা ভিক্তিহীন মামলা দিয়ে হয়রানী করেছেন। আইয়ুব আলী এলাকার চিহ্নিত সন্ত্রাসী, ভোট চোর, অস্ত্রবাজ। তার বিদ্যালয়ের ১৩ শতক জায়গা কাঁটাতারের বেড়া দিয়ে অবৈধভাবে দখল করেছে। সে সময় বিষয়টি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেয়া হয়েছিল। পরিস্থিতি বুঝে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন তিনি। তবে আইয়ুব আলী বলেন, আওয়ামীলীগ করাই আমার অপরাধ। আমি ষড়যন্ত্রের শিকার। তিনি এই মামলার সঠিক তদন্ত করার দাবি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর