প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৪, ১৫:০৭
চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া তিনজন রাষ্ট্রদূতের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার। বাংলাদেশের এই দূতাবাসগুলো হলো-মস্কো, ওয়াশিংটন ডিসি ও আবুধাবি।
সোমবার (২১ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিনের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
যাদের চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়েছে তারা হলেন- মস্কোতে কামরুল হাসান, ওয়াশিংটন ডিসিতে মোহাম্মদ ইমরান এবং আবুধাবিতে মো. আবু জাফর।
প্রজ্ঞাপনে বলা হয়, ওই কর্মকর্তাদের সঙ্গে সরকারের চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো।
মন্তব্য করুন: