প্রকাশিত:
২১ অক্টোবর ২০২৪, ১৭:১৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রাশিদুজ্জামান। সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের পুনরাদেশ না দেয়া পর্যন্ত সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া-কে ২১ অক্টোবর তারিখ হতে অব্যাহতি দিয়ে তদস্থলে বাংলা বিভাগের অধ্যাপক ড. মোঃ রশিদুজ্জামান-কে পুনরাদেশ না দেয়া পর্যন্ত উক্ত তারিখ থেকে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতি হিসেবে আদিষ্ট হয়ে নিয়োগ করা হলো। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নবনিযুক্ত সভাপতি অধ্যাপক রাশিদুজ্জামান বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং ২০ বছর ধরে এখানে শিক্ষকতা করছি। আজকেই আমি চিঠি পাওয়ার পর বিভাগের শিক্ষক এবং সাবেক সভাপতির সাথে কথা বলেছি। বিভাগটি যেহেতু নতুন এবং বিভিন্ন ঘাটতি রয়েছে আমি সকলের সহযোগিতায় এসব ঘাটতি দূর করে বিভাগকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের এই আন্দোলনের ফলে একাডেমিক যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য যে পদক্ষেপ গ্রহণ করতে হয় তা করবো। বিভাগের শিক্ষক এবং ক্লাসরুম সংকটের বিষয়েও আমি অবগত হয়েছি এবং উপাচার্য মহোদয়ের সাথে ফোনালাপ করেছি আজকেই। দায়িত্বগ্রহণ করার পর বিভাগের সংকট-সমূহ সমাধান করব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন: