প্রকাশিত:
২২ অক্টোবর ২০২৪, ১৫:১৯
মিরপুর টেস্টে বাংলাদেশকে ১০৬ রানে অলআউট করার পর নিজেদের প্রথম ইনিংসে ৩০৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এতে ২০২ রানের লিড পেয়েছে তারা। তবে জবাব দিতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পড়েছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯ রান তুলেছে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১১ রান এবং নাজমুল হাসান শান্ত ৫ রানে ব্যাট করছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) দ্বিতীয় সেশনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। কিন্তু তৃতীয় ওভারে জোড়া উইকেট তুলে নিয়ে টাইগারদের বিপাকে ফেলেছেন মুল্ডার। প্রথম বলে সাদমান (১) এবং চতুর্থ বলে সাজঘরে ফেরেন মুমিনুল।
এরপর ওপেনার মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন টাইগার অধিনায়ক শান্ত।
এর আগে দ্বিতীয় ৩০৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। সেই সঙ্গে ২০২ রানের বড় লিড পেয়েছে সফরকারীরা। যেখানে সেঞ্চুরি তুলে নিয়ে বড় অবদান রেখেছেন কাইলে ভেরাইনে।
উল্লেখ্য, প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। জবাব দিতে নেমে কাইলে ভেরাইনের ১৮ রান এবং উইয়ান মুল্ডারের ১৭ রানে ভর করে ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে দিন শেষ করেছিল দক্ষিণ আফ্রিকা।
মন্তব্য করুন: