প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ১২:২১
মুগ্ধ তার মুগ্ধতা ছড়িয়ে দিতে
এসেছিল আন্দোলনের মাঠে ,
আন্দোলনরত ভাই-বোনদের জন্য
দিয়েছো সাহায্যের হাত বাড়িয়ে ,
বজ্র কন্ঠে ডাক দিয়েছো
পানি বিস্কুট হাতে নিয়ে
পানি লাগবে পানি ?
পানি পানি বলে যখন
তুমি দিশেহারা-
হঠাৎ হায়েনার দল এসে
করতে থাকে তাড়া,
হায়েনা নামক ঘাতকের রাইফেল থেকে
নিষ্ঠুর বুলেট ছুটে এলো ,
হঠাৎ তোমার মাথায়
তুমি নিস্তব্ধ হয়ে পড়ে রইলে মাটিতে
কোথায় গেল তোমার
পানি পানি বুলি
রাজপথ রক্ত গঙ্গায় ভাসছে
মুগ্ধ তুমি চলে গেলে ওপারে ।
আজ তোমার বাংলা মুক্ত
এই বাংলা থেকে স্বৈরাচার পালিয়েছে ,
আজ মুগ্ধ নেই এই বাংলায়
শহীদ তুমি দেশের জন্য
তোমার স্মৃতি আমরা কেউ ভুলবো না ।
পানি লাগবে পানি?
পানি !পানি!
মন্তব্য করুন: