বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

মেহেরপুরে বিদেশি পিস্তলসহ আটক ৩

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ১৪:২৫

মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অভিযান চালিয়ে ইতালির তৈরি একটি অত্যাধুনিক ম্যাগাজিন ও পিস্তলসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

বুধবার (২৩ অক্টোবর) সকালে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মহাসিন আলীর ছেলে আওয়ামী লীগ সমর্থক কাঠমিস্ত্রি সাইফুল ইসলাম (৩২), দারিয়াপুর গ্রামের কাওসার আলীর ছেলে এনামুল হক (৩৫) এবং একই গ্রামের মিন্টু আলীর ছেলে সাইফুল ইসলাম (৩২)।

সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের মেজর জাহিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

স্থানীয়রা জানান, দারিয়াপুর গ্রামের আটক এনামুল হকের বিরুদ্ধে চুরিসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে। তিনি এলাকার কয়েকটি দোকানে চুরি করে ধরা পড়েছিলেন। তার বিরুদ্ধে একাধিকবার সালিশ বৈঠক হয়েছে, তাকে জরিমানাও করা হয়েছে।

মেহেরপুর সদর থানা সূত্রে জানা গেছে, কয়েকজনের কাছে অস্ত্র রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে রাতে সেনাবাহিনীর একটি দল ওই তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এসময় তাদের স্বীকারোক্তি অনুযায়ী শহরের স্টেডিয়ামপাড়ার এক ব্যক্তির বাড়ির পাশ থেকে ম্যাগাজিন ও একটি অত্যাধুনিক পিস্তল জব্দ করা হয়।

পরে অস্ত্র ও ম্যাগাজিনসহ তিনজনকে মেহেরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর