প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ১৫:৩২
কতো যতনে গড়িয়া মোরে
উপহার দিলাই যদি দুনিয়া!
দুনিয়াবি মোহ,দুনিয়ার জৌলুসে
হে প্রভু!কভু তোমারে যেন না যাই ভুলিয়া।
কত রহমত,কত নেয়ামত
সর্বত্র যেন তোমারই নিদর্শন!
দুনিয়ার মোহ লাগাম ধরি টানে
আমারে যে তোমায় দেখিতে দিতে চাহে না!
হে প্রভু!
আমারে কর তুমি মার্জনা!
প্রভু,কোন সাগরে ফেলিছো মোরে!
সর্বক্ষণ ঝড়-ঝঞ্ঝা?
দিশেহারা আমি যেন পালহীন তরী!
একূলে না ঠাঁই পায় তো ওকূলে ভীড়ে।
হে প্রভু!
আমারে দান কর তোমার করুণা।
দুনিয়ার কারাগারে
যদি ছায়া নাই বা দিলে মোরে।
আমি তবে পাপী,পথহারা পথিক,
তবুও প্রত্যাশা মোর সিরাতুল মুস্তাকিম।
হে প্রভু!
তুমি যে আর-রহীম।
তুমি রহমান,তুমি আস-সালাম
মোর কবরের হিসাব সহজ কর,
হাশরের ময়দানে যেন না হই লজ্জিত।
প্রভু!আমারে করো তুমি অনুগ্রহ।
প্রভু!তোমারে না দেখিয়া যদি
পরিপূর্ণ ঈমান আনিতে পারি,
আমি গুনাহগার,এ অধম তোমারই দাস।
দুনিয়া ও আখিরাতে,
তোমার ভালোবাসায় মোরে সিক্ত রাখিবে,
সে প্রত্যাশা নিশ্চিত রাখিতে পারি!
মন্তব্য করুন: