প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ২০:২৯
পরিয়ে মায়াকাজল, আঁখি অশ্রুসজল।
ব্যথাতুর এই হৃদয়৷
কেন দেখেনা এই নয়ন তোমারে,
এ কেমন প্রণয়!
রাখি যে গোপনে, ডোরে যে বাঁধনে-
যেতে না দেবো কভু।
প্রেমের যে সলতে, জ্বলছে আজও
হয়না যে নিভু নিভু!
ফেলে যাওয়া সেই, শুকনো গোলাপ -
আজও যে কাছে আছে।
বালুকা-বেলায়, হেঁটে যাওয়া ক্ষণ
ছিলো না যে তা মিছে৷
তোমায় ছাড়া, এই জীবন আমার-
শত ভীড়ের মাঝে একা।
পাড়ি দেবো পথ, তোমায় যে নিয়ে
এঁকেছি যে প্রেমা-রেখা!
আবার কবে, আসবে ফিরে তুমি?
ফুরোয় না মন্দ প্রহর!
ভয় লাগে পাছে, হারিয়ে না ফেলি
অতল সমুদ্রে লহর!
চেয়ে থাকা চোখ, তোমার পথপানে-
ঝাপসা হয়ে যে আসে!
জানো কি গো তুমি? এ হৃদয়-
কেবল তোমায় ভালোবাসে!
মন্তব্য করুন: