প্রকাশিত:
২৩ অক্টোবর ২০২৪, ২০:৫৩
হেমন্তের শীতল হাওয়া,
মাঠে ধানের সুবাস,
সূর্য ওঠে মৃদু আলোয়,
জাগে নতুন বিশ্বাস।
শিশির ভেজা দূর্বা ঘাস,
শিউলি ঝরে পথে,
নদীর জলে পড়ে কুয়াশা,
নীরব প্রভাত রথে।
পাখির ডাকে দিন শুরু,
ফসল তুলে কৃষক,
হেমন্ত বয়ে আনে স্নিগ্ধ,
শীতের মধুর কিসক।
ফসল ভরা ধানের খেত,
স্বপ্ন জাগায় প্রাণ,
হেমন্ত আসে জীবনের,
নতুন সুখের গান।
মন্তব্য করুন: