বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৭ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

হিটলারের প্রশংসা করায় ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ বললেন কমলা

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২৪, ১১:৪৪

হিটলারের প্রশংসা করায় যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে উল্লেখ করেছেন ডেমোক্র্যাট দলের প্রার্থী কমলা হ্যারিস। গতকাল বুধবার (২৩ অক্টোবর) ফিলাডেলফিয়ায় টাউন হল ইভেন্টের এক অনুষ্ঠানে কমলা হুঁশিয়ারি দিয়ে বলেন তার প্রতিদ্বন্দ্বি ‘ক্রমশ অস্থির’ হয়ে উঠছেন। খবর এএফপির।

নির্বাচনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে ভোটারদের উদ্বেগের বিষয়ে আলাপ করতে গিয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন, ‘ভোটাররা গণতন্ত্রকে সম্মান করে আর এ কারণে তারা এমন কোনো ব্যক্তিকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায় না যে ফ্যাসিস্ট এবং স্বৈরশাসককে সম্মান করে।’

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি স্বৈরশাসক ও তার সামরিক বাহিনীর প্রতি ট্রাম্পের প্রশংসাবাণীর কারণে ইতোমধ্যেই তার রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। মূলত তার দীর্ঘ সময়ের সহকর্মী চিফ অব স্টাফ জন কেলি বিষয়টি প্রকাশের পরই এই আলোচনা-সমালোচনা শুরু হয়।

ইরাক যুদ্ধে দায়িত্ব পালনকারী জন কেলি নিউইয়র্ক টাইমসকে বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন-হিটলার কিছু ভালো কাজও করেছিলেন এবং যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর জন্য তিনি এডলফ হিটলারের মতো জেনারেলকেই চান। জন কেলি আরও বলেন যে তার সাবেক বস সত্যিকার অর্থে ফ্যাসিস্টের সজ্ঞায় পড়ে গেছেন।

এদিকে সিএনএনের প্রাইম টাইম অনুষ্ঠানে কমলা হ্যারিস বারবার ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও ভাইস প্রেসিডেন্টর কথা উল্লেখ করে বলেন যে, ট্রাম্পের আর অফিসে ফেরা উচিত হবে না। কমলা হ্যারিস বলেন, ‘তারা স্পষ্টভাবে বলেছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের সংবিধানের অবমাননা করেছেন। তারা বলেছেন, ট্রাম্পের আর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা উচিত হবে না।’

কমলা হ্যারিস আরও বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও ভালোকিছুর জন্য বিপদজনক।’

তবে ডোনাল্ড ট্রাম্প বেশ আক্রমণাত্মকভাবে কমলা হ্যারিসের কথার জবাব দিয়েছেন। জর্জিয়ায় এক সমাবেশে তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্টের উদ্দেশে বলেন, ‘কমলা আপনি ভয়ঙ্কর সব কাজ করেছেন। আপনি সবচেয়ে খারাপ। আপনার মতো আর কেউ আসেনি এর আগে…. কমলা আপনার কাজ শেষ। আপনি চলে যান।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর