শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে
  • নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি
  • রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেওয়া হবে
  • বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি
  • ঢাকার যে ৫ স্থানে আজ সবচেয়ে বেশি বায়ুদূষণ
  • রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

নেত্রকোণা

পূর্বধলায় টিআর, কাবিখা-কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ

মেহেদী হাসান আকন্দ,নেত্রকোণা

প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৪, ১৩:০২

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর), গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে।
গত ২১ আগষ্ট উপজেলার কাজলা গ্রামের কামাল উদ্দিন তালুকদারের পুত্র মো. সজিব তালুকদার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষন (টিআর) কর্মসূচির আওতায় ১৫টি প্রকল্পের অনুকূলে ১৯ লক্ষ ৪০ হাজার ৮২৫ টাকা বরাদ্দের কোন কাজ হয় নাই।

অপর একটি অভিযোগে ৩ অক্টোবর উপজেলার কাজলা গ্রামের গিয়াস উদ্দিন তালুকদারের পুত্র রফিক উদ্দিন জাহাঙ্গীর ও জালাল উদ্দিন তালুকদারের পুত্র তাজুল ইসলাম জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিকা-কাবিটা) প্রকল্পের আওতায় ২টি প্রকল্পের সভাপতি, সেক্রেটারী হিসাবে কাজ করেও এখন পর্যন্ত টাকা পাননি।

পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২২-২০২৩ ও ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর), গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) প্রকল্পে ১৬১ নেত্রকোণা ৫ আসনের সাবেক সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল (বীর প্রতীক), বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, ৩১৭ মহিলা আসন এর সাবেক সংসদ সদস্য হাবীবা রহমান খান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য, ৩১৮ মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জাকিয়া পারভীন খানম গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি আর), গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিখা/কাবিটা) প্রকল্পের মাধ্যমে এলাকার ব্যাপক উন্নয়ন করেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় পশ্চিম কাজলা পাকা রাস্তা হইতে আহমদের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত উন্নয়ন প্রকল্পে ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। আহমদের ছোট ভাই ইদ্রিস মিয়া জানান, বিগত ৫ বছরে এই রাস্তায় সরকারি অনুদানে এক টাকার কাজও হয়নি।

২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় কাজলা মাইন উদ্দিন তালুকদারের সামাজিক কবরস্থান মেরামত/উন্নয়ন প্রকল্পে ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। মৃত আলাউদ্দিন তালুকদারের পুত্র কামাল উদ্দিন তালুকদার দাবী করে বলেন, এটা তাদের পারিবারিক কবরস্থান। বিগত ৫ বছরেও সরকারি অনুদানের টাকায় এই কবরস্থানের কোন উন্নয়ন কাজ হয়নি। একই অর্থ বছরে বীর বৈরাটি জইন উদ্দিনের সামাজিক কবরস্থান মেরামত/উন্নয়ন প্রকল্পে ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। বীর বৈরাটি জইন উদ্দিনের সামাজিক কবরস্থানটি ২০১৯-২০২০ অর্থ বছরে নেত্রকোণা জেলা পরিষদ হতে ৩ লক্ষ টাকা বরাদ্দে উন্নয়ন করা হয়েছে বলে কবরস্থানের প্রাচীরে নাম ফলকে দেখা যায়। জইন উদ্দিনের ভাতিজা সাহেদুজ্জামান জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) প্রকল্পের টাকায় কবরস্থানের কোন উন্নয়ন হয়নি।

২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় কাজলা মড়ল বাড়ি হইতে আবু তাহেরের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামত/উন্নয়ন প্রকল্পে ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। আবু তাহেরের ছোট ভাই আব্দুর রাশিদ জানান, তাদের বাড়িই মড়ল বাড়ি হিসাবে পরিচিত এবং তার বড় ভাই আবু তাহের এই বাড়িতেই থাকেন। বিগত ৪ বছর আগে এই রাস্তার উন্নয়নে মাটি কাটা হয়েছিল। তারপর রাস্তায় আর কোন মাটি দেওয়া হয়নি। একই অর্থ বছরে কাজলা বিপ্লবের বাড়ি হইতে পোস্ট অফিস পর্যন্ত রাস্তা মেরামত উন্নয়ন প্রকল্পে ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজলা গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র আইন উদ্দিন ও সায়েন উদ্দিনের পুত্র রিয়াজ মন্ডল বলেন, বিগত ৪ বছর আগে এই রাস্তায় মাটি কাটা হয়েছিল। তারপর আর কোন কাজ হয়নি।

২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) প্রকল্পের আওতায় কাজলা জামিরের বাড়ি হইতে মহিমা পাকা রাস্তা পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ প্রকল্পে ৪ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কাজলা গ্রামের মৃত হযরত আলীর পুত্র ফারুক মিয়া জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় এই প্রকল্পে যার কোনটাই কাজ হয়নি।

২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিকা-কাবিটা) কর্মসূচির আওতায় বীর বৈরাটি আব্দুল কুদ্দস সাহেবের বাড়ি হইতে দরুন বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ প্রকল্পে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। বীর বৈরাটি আব্দুল কুদ্দস সাহেবের পুত্র ওয়াহেদুজ্জামান ও রুকনুজ্জামান জানান, বীর বৈরাটি আব্দুল কুদ্দস সাহেবের বাড়ি হইতে দরুন বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা। এর মধ্যে ১ কিলোমিটার পাকা রাস্তা এবং ১ কিলোমিটার মাটির রাস্তা। চলতি অর্থ বছরে এই রাস্তায় প্রায় ৫০০ মিটার জায়গায় ভেকু দিয়ে সামান্য করে মাটি দিয়েছে। কাজলা গ্রামের বাহার উদ্দিন ও সজিব মিয়া জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে এই একই রাস্তায় দুইটি টিআর প্রকল্পের মাধ্যমে ১ লক্ষ ৭০ হাজার টাকা এবং একটি কাবিটা প্রকল্পের মাধ্যমে ৪ লক্ষ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এই রাস্তায় ২০২২-২০২৩ অর্থ বছরে ৩ টি প্রকল্পের মাধ্যমে ৫ লক্ষ ৮০ হাজার টাকার বরাদ্দ দেওয়া হলেও কোন বরাদ্দই সরেজমিনে বাস্তবায়ন হয়নি। প্রকল্প বাস্তবায়ন শুধু কাগজে কলমে। চলতি অর্থ বছরে বীর বৈরাটি আব্দুল কুদ্দস সাহেবের বাড়ি হইতে দরুন বৈরাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রকল্পের অর্ধেক রাস্তা পাকা রাস্তার উপর মাটির রাস্তা নির্মাণে ৫ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হলেও ৫০ হাজার টাকার প্রকল্পও বাস্তবায়ন করা হয়নি।

২০২২-২০২৩ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় কাজলা কান্দাপাড়া বায়তুল মামুর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও কাজলা গ্রামে কান্দাপাড়া বায়তুল মামুর জামে মসজিদের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (কাবিকা-কাবিটা) কর্মসূচির আওতায় সাহেদা স্মৃতি পাঠাগার হইতে কাজলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা পুন:নির্মাণ প্রকল্পে ৫ লক্ষ টাকা বরাদ্দ হয় এবং কাজলা জামতলা বাজার হইতে কান্দুলিয় রুহুল আমিনের বাড়ি পর্যন্ত রাস্তা পুন:নির্মাণে ৫ লক্ষ টাকা বরাদ্দ হয়। প্রকল্প দু’টিতে আংশিক কাজ হলেও প্রকল্পের সভাপতি তাজুল ইসলাম ও রফিক উদ্দিন জাহাঙ্গীর প্রকল্পের অর্থ না পাওয়ায় জেলা প্রশাসক বরাবর অভিযোগ করেছেন। প্রকল্পের সভাপতি তাজুল ইসলাম ও রফিক উদ্দিন জাহাঙ্গীর বলেন, তাদের স্বাক্ষর পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে প্রকল্পের অর্থ উত্তোলন করে আত্মসাৎ করা কয়েছে। তারা জালিয়াতি চক্রটি সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী করেন।
পূর্বধলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এসব অভিযোগ উদ্দেশ্যপ্রনোদিত। প্রকল্পগুলো আমি এবং আমার অফিস তদারকি করেছি। প্রকল্পগুলোতে সঠিকভাবে কাজ হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন বলেন, এ বিষয়ে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য বলেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এখনো প্রতিবেদন দাখিল করেননি। অনিয়মে প্রকল্প কর্মকর্তা জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান বলেন, বিষয়টি তদন্তাধিন আছে। তদন্তে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক বনানী বিশ্বাস বলেন, অভিযোগের বিষয়ে তিনি অবগত। পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসারকে অভিযোগটি তদন্তের জন্য বলা হয়েছে বলে তিনি জানান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর