শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে
  • নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি
  • রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেওয়া হবে
  • বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি
  • ঢাকার যে ৫ স্থানে আজ সবচেয়ে বেশি বায়ুদূষণ
  • রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

নাগরিক সংবাদ এর সাথে মুহাম্মদ ছবির হোসেন

সৎ ও যোগ্য নেতৃত্বই তিতাসকে এগিয়ে নিয়ে যাবে

শাহাদাৎ হোসেন, তিতাস (কুমিল্লা)

প্রকাশিত:
২৭ অক্টোবর ২০২৪, ১৭:৪২

আগামী দিনের সুন্দর তিতাস গঠনে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং মাদকমুক্ত নেতৃত্ব দরকার। নেতৃত্বের আমূল পরিবর্তন ছাড়া তিতাসে সন্ত্রাস, চাঁদাবাজ ও অপরাধ মুক্ত করা সম্ভব না। সৎ ও যোগ্য নেতৃত্বই তিতাসকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। 

দৈনিক নাগরিক সংবাদ এর সাথে আলাপকালে এমন মন্তব্য করেন তিতাস উপজেলার ব্যবসায়ী ফোরামের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ছবির হোসেন।  

এলাকার মানুষের কাছে যিনি সৎ ও স্বজ্জন জনপ্রতিনিধি হিসেবে পরিচিত। তিনি বলেন, বৃহত্তর কুমিল্লা জেলার তিতাস উপজেলা দেশের জনগণের কাছে একটি সন্ত্রাসী উপজেলা হিসেবে পরিচিত । বিগত ২০০৩ সালে দাউদকান্দি উপজেলা থেকে ভাগ হবার পর বিশেষ করে ২০০৯ সাল হতে অনেকগুলো হত্যাকাণ্ড সংগঠিত হয়। যার জন্য মূলত বিগত সময়ের ক্ষমতাসীন দলের লোকেরাই দায়ী। তাদের অসৎ নেতৃত্বের কারণে তিতাস একটি অস্থিতিশীল পরিস্থিতিতে ছিল। যা আমরা কখনই আশা করিনি এবং ভবিষ্যতেও চাই না। আমি বিশ্বাস করি সৎ ও যোগ্য নেতৃত্ব তিতাস উপজেলায় একটি সুন্দর পরিবেশ তৈরি করবে। আবার শুধু সৎ নেতৃত্ব হলেই হবে না, সবাইকে সৎ নেতৃত্ব দানকারী ব্যক্তিকে সার্বিকভাবে সহযোগিতা করতে হবে। সুন্দর তিতাস গঠনে সৎ ও যোগ্য নেতৃত্বে যুব সমাজকে সামনে এগিয়ে আসতে হবে।

মুহাম্মদ ছবির হোসেন আরো বলেন, ২০২৪ এর অভ্যুত্থানের মূল কারিগর আজকের এই ছাত্র ও যুব সমাজ। যাদের হাত দরে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তেমনি তিতাস থেকে সকল ধরনের অন্যায়, জুলুম বা যেকোন ধরনের নীতিবহির্ভূত কাজের সমাপ্তি ঘটাতে হলে যুব সমাজের ভূমিকা অতিব গুরুত্বপূর্ন। এই যুব সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে সামাজিক ও মানবিক কর্মী হিসাবে সৎ ও যোগ্য নেতৃত্বদানে সেবক তৈরী করতে হবে। জনগণের কল্যানে ও সকল কার্যক্রম বাস্তবায়নে সিভিল ও পুলিশ প্রশাসনেরও সততা ও আন্তরিকতার সাথে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনসাধারণের সাথে সম্পৃক্ত সকল বিভাগীয় দায়িত্বশীলের  ভূমিকা রাখতে হবে। প্রজাতন্ত্রের সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে দুর্নীতিমুক্ত করতে হবে। পাশাপাশি তাদের যোগ্য ও ন্যায্য চাহিদাও পূরণ করতে হবে। একজন ব্যবসায়ী হিসেবে বলবো জনগণের সেবার স্বার্থে সকল ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দিতে হবে। জনগণ ও ব্যবসায়ীদের  মধ্যে সেতুবন্ধন তৈরি করতে হবে এবং উভয়ের কল্যাণে যেসব নীতিমালা প্রনয়ন করা হয়েছে তার বাস্তবায়ন করতে হবে।

তিনি তিতাসের জনগনের সেবার জন্য আগেও যেমন ছিলেন, আগামীতে যদি তিতাসের জনগন তাকে আবার কোন দ্বায়িত্ব দেন তাহলে তিনি আগের চেয়ে আরো দ্বিগুন উৎসাহে জনগনের জন্য কাজ করবেন বলে জানান। যেকোন কিছুর বিনিময়ে তিনি পরবর্তী প্রজন্মের জন্য তিতাস কে একটি বাসযোগ্য সুন্দর সমাজ তৈরীতে সকলকে এগিয়ে আসার আহবান জানান।  

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর