বুধবার, ৩০শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর কারিগরি শিক্ষা হবে মূল বিষয়
  • মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান
  • কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না
  • রাখাইনে ‘মানবিক করিডোর’ নিয়ে যা বললেন প্রেস সচিব
  • যুদ্ধাবস্থায় আছি, পুলিশকে সজাগ থাকতে হবে
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

ইবিতে বেসিস স্টুডেন্ট ফোরামের আত্মপ্রকাশ

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৪, ১৫:৪২

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তর্জাতিক মানের আইটি দক্ষতা ভিত্তিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ইবি শাখা আত্মপ্রকাশ করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমানকে মেন্টর করে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয় সূত্রে এ তথ্য জানা যায়। নবগঠিত এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল ইসলাম। সহ-আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের ফাহিম হাসান এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নাইমা তাসনিম।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন, হাবিবুর রহমান, নাজমুস সাকিব, তন্ময় রহমান, আরেফিন নিবির, রাফি আয়ান, এম এইচ উৎস, সাজ্জাদ সৈকত, ফজলে রাব্বি, আবু সালেহ, মাহফুজুর রহমান, ইব্রাহিম কবির, ফাহাদ হাসান, তাহসিন আহাম্মদ, নিশাত সুবাহ, শোরাবি জান্নাতি, জাকারিয়া হোসেন, নাহিদ হাসান ও রিফাত হাসান।

ফোরামের মেন্টর সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাবিবুর রহমান বলেন, বেসিস আন্তর্জাতিক মানের বিভিন্ন ইভেন্ট ও ট্রেনিং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর তরুণ শিক্ষার্থীদেরকে দক্ষ আইটি প্রফেশনাল হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। এটি ইবিতে যাত্রা শুরুর মাধ্যমে শিক্ষার্থীরা যারা আইটি তে ক্যারিয়ার গড়তে চায় তাদের দক্ষতা বৃদ্ধির এক দারুন সুযোগ তৈরি হলো। পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীরা এই প্লাটফর্মের মাধ্যমে বিভিন্ন দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবে। এরমাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর