প্রকাশিত:
২৮ অক্টোবর ২০২৪, ১৬:৫৩
আমেরিকানদের (মার্কিন সেনা) যুদ্ধ করতে এবং প্রাণ দেয়ার জন্য অন্য দেশে না পাঠানোর (নির্বাচনে জিতলে) প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ‘ব্যাটলগ্রাউন্ড’ হিসেবে পরিচিত পেনসিলভানিয়ার এক সমাবেশে স্থানীয় সময় শনিবার (২৬ অক্টোবর) বক্তৃতা দেয়ার সময় এ কথা বলেন ট্রাম্প। এসময় সাবেক এ প্রেসিডেন্ট আবারও দাবি করেন, তিনিই একমাত্র ব্যক্তি যিনি সর্বাত্মক বৈশ্বিক সংঘাত প্রতিরোধ করতে সক্ষম।
এদিন ট্রাম্প আরও বলেন, ‘কমলা হ্যারিস আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবেন নিশ্চিত। কারণ তিনি কাজটি (প্রেসিডেন্টের দায়িত্ব পালন) করার জন্য অত্যন্ত অযোগ্য।’
রিপাবলিকান এ প্রার্থী বলেন, তাকে (কমলা) প্রেসিডেন্ট বানানোর অর্থ হবে লাখ লাখ মানুষের জীবন নিয়ে খেলা। আমাদের ছেলে-মেয়েরা এমন সব দেশে যুদ্ধে যেতে বাধ্য হবে, যে দেশের নামও হয়তো আপনারা কখনও শোনেননি।
চলতি বছরের শুরুর দিকে নিজের মনোনয়ন গ্রহণের বক্তৃতায়ও, ‘বর্তমান প্রশাসনের তৈরি প্রতিটি আন্তর্জাতিক সংকট’ বিশেষ করে ইউক্রেন এবং গাজা যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প।
বিশ্বশান্তি আনতে সুনির্দিষ্ট পরিকল্পনা না জানালেও, ট্রাম্প সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নেতৃত্বে ‘অন্যের যুদ্ধে’ সমর্থন ও অর্থায়নের মাধ্যমে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা বাড়িয়ে তুলছে যুক্তরাষ্ট্র।
গত সপ্তাহে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দাবি করেছিলেন, কমলা হ্যারিস যদি আরও চার বছর পায়, তাহলে মধ্যপ্রাচ্যে আরও চার দশক আগুন জ্বলবে এবং আপনার (মার্কিনিদের) সন্তানরা সেখানে যুদ্ধে যাবে।
‘কিন্তু, কখনও শেষ না হওয়া বিদেশি যুদ্ধে আমি কাউকে লড়াই করতে এবং প্রাণ দেয়ার জন্য পাঠাব না, শনিবারের সমাবেশে বলেন ডোনাল্ড ট্রাম্প।
মন্তব্য করুন: