প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১৮:০৪
রমাদান চলিয়া যায়,
ঈমানও চলিয়া যায়!
রমাদান ফিরে আসিলে,
ঈমানও ফিরিয়া আসে!
মুমিনের স্বরূপ তো ইহা নয়!
মুমিন তো সেই,
যে সর্বদা ঈমানের তালাশ করে!
মুমিন তো সেই ,
সর্বদা ঈমান হারাবার ভয়ে থাকে!
মুমিন তো সেই,
ঈমানের চর্চায় ব্যতিব্যস্ত রাখে!
রমাদান কথা বলিবে!
রমাদান চলিয়া গেলে।
যেমন নিয়তে,যেমন যতনে,
তাহারে লালন করিয়াছিলে!
যদি খোদার সুরক্ষায় থাকিতে চাও,
রমাদানের শিক্ষা কাজে লাগাও,
ঈমানের যত্ন নাও!
মন্তব্য করুন: