প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১৮:২৪
শিক্ষক তো মহাগুরু
জাতি গড়ার কারিগর ,
একতা নিষ্ঠার সাথে
দায়িত্ব পালন করে জীবনভর ।
হাজার হাজার কলি ফোটানোর
অঙ্গীকার নিয়ে শিক্ষাঙ্গনে আসে ,
আলো বার্তা নিয়ে
সমাজের অন্ধকার দূর করতে ।
শিক্ষক হলো
সেই কারিগর -
যিনি কয়লার খনি থেকে
হাজার হাজার দেশরত্ন গড়েন।
আদর স্নেহ ভালবাসায়
বিদ্যা শিক্ষা পায়,
তাই শিক্ষককে
জীবনভর শ্রদ্ধা জানিয়ে যায়।
শিক্ষক তো মহান গুরু
তার কাছে আছে ,
বিশ্বসেরা জ্ঞানের ভান্ডার
নিঃস্বার্থে দান করেছে আমাদের মাঝে।
শিক্ষক তো জাতির কান্ডারী
তার অবদান ভুলবে না জাতি,
শিক্ষককে মনে রাখবে
জীবনভর শ্রদ্ধা জানাবে জাতি।
মন্তব্য করুন: