প্রকাশিত:
২৯ অক্টোবর ২০২৪, ১৮:২৯
মৃদু করিয়া তোমার আঁখি খুলিয়া
চাহিয়া দেখো ধরা
অসত্যের মাঝে ডুবিয়া তুমি
সত্যকে করো না সরা(তুচ্ছ)
ঘটিবে যাহা দেখিবে তাহা
অন্তর্দৃষ্টি হীন
সত্যের মাঝেও সত্য নিহিত
খুঁজিয়া দেখো ক্ষীণ (কিছু)
পুষ্প মাল্যে সজ্জিত হইয়া
গ্রহণ করিয়া আসন
বিধানকর্তা হইয়া কেনো
সত্যেরে নির্বাসন!?
মন্তব্য করুন: