প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২৪, ১৭:৩৫
কানপুর টেস্টে মাঠে নামার আগে অবসরের কথা জানিয়েছিলেন সাকিব আল হাসান। এরপর থেকে আলোচনায় রয়েছেন মেহেদী হাসান মিরাজ। বিশ্লেষকদের মতে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ সাকিব হলেন এই ডানহাতি অলরাউন্ডার। মাঠের পারফরম্যান্সেও তার প্রমাণ দিচ্ছেন মিরাজ।
সবশেষ মিরপুর টেস্টে দল ব্যর্থ হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন তিনি। তাই র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন মিরাজ। প্রথমবার টেস্টে অলরাউন্ডারের তালিকায় সেরা তিনে উঠে এসেছেন এই টাইগার ক্রিকেটার। বর্তমানে তার রেটিং পয়েন্ট ২৯৪।
বুধবার (৩০ অক্টোবর) আইসিসি প্রকাশিত র্যাঙ্কিংয়ে টেস্ট অলরাউন্ডার হিসেবে দুই ধাপ এগিয়ে তিনে উঠেছেন এই টাইগার তারকা। আর তিনে থেকে সাকিব নেমে গেছেন চার নম্বরে। তবে যথারীতি টেস্ট অলরাউন্ডারের শীর্ষ দুই অবস্থান ধরে রেখেছেন ভারতীয় তারকা রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন।
অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে তিন উঠলেও মিরাজের অবনতি হয়েছে বোলিং র্যাঙ্কিংয়ে। ভারত সিরিজ এবং মিরপুর টেস্টে বল হাতে সেরাটা দিতে না পারায় দুই ধাপ পিছিয়ে ২১ নম্বরে আছেন তিনি। আর ব্যাট হাতে ভালো করায় ৯ ধাপ এগিয়ে ৬৩ নম্বরে রয়েছেন মিরাজ।
এ ছাড়া টেস্ট ব্যাটিং র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তরা। মিরপুর টেস্টে বাংলাদেশের হারের ম্যাচে ব্যর্থ ছিলেন তারা। মুশফিক এক ধাপ পিছিয়ে ২৬, লিটন ৫ ধাপ পিছিয়ে ৩৩, মুমিনুল ৬ ধাপ পিছিয়ে ৪৮ ও শান্ত ৫ ধাপ পিছিয়ে ৫৩–তে নেমে গেছেন। তবে মাহমুদুল হাসান জয় ৯ ধাপ এগিয়ে উঠেছেন ৭৫ নম্বরে।
টেস্ট ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষ দুইয়ে আছেন জো রুট ও কেইন উইলিয়ামসন। যশস্বী জয়সওয়াল এক ধাপ এগিয়ে তিনে এবং হ্যারি ব্রুক এক ধাপ পিছিয়ে চারে নেমেছেন। এ ছাড়া বড় লাফ দিয়েছেন পাকিস্তানের সৌদ শাকিল। ২০ ধাপ এগিয়ে তিনি তার বর্তমান অবস্থান সাতে।
অন্যদিকে, মিরপুর টেস্টে ৯ উইকেট নিয়ে টেস্ট বোলারদের শীর্ষে উঠে গেছেন কাগিসো রাবাদা। তিনি এগিয়েছেন তিন ধাপ। এ ছাড়া জশ হ্যাজলউড এক ধাপ এগিয়ে দুইয়ে, জাসপ্রিত বুমরাহ ও অশ্বিন দুই ধাপ করে পিছিয়ে তিন ও চারে নেমে গেছেন।
আর বাংলাদেশের তাইজুল তিন ধাপ (১৮তম), হাসান মাহমুদ এক ধাপ (৪৬তম) এগিয়েছেন। স্পিনার নাঈম হাসান পিছিয়েছেন ১১ ধাপ (৫৫তম)। পাকিস্তানের নোমান আলি আট ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছেন।
মন্তব্য করুন: