শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া
  • নাসির উদ্দীনকে সিইসি করে নির্বাচন কমিশন গঠন
  • আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না
  • শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা
  • আমাদের শিক্ষাব্যবস্থা উদ্যোক্তা নয় চাকরিপ্রার্থী তৈরি করে
  • নির্বাচনকালে পূর্ণাঙ্গ ক্ষমতা চায় ইসি
  • রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে এখনই নির্বাচন দেওয়া হবে
  • বুধবার রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে ইসি অনুসন্ধান কমিটি
  • ঢাকার যে ৫ স্থানে আজ সবচেয়ে বেশি বায়ুদূষণ
  • রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

ইবির স্পোর্টস এসোসিয়েশনের আহ্বায়ক আরাফাত, সদস্য সচিব নূর

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৪, ১৪:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খেলাধুলার সকল ইভেন্ট নিয়ে কাজ করা সংগঠন ইবি স্পোর্টস এসোসিয়েশন (আইইউএসএ)-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের আরাফাত সাঈদ-কে আহ্বায়ক এবং কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নূর ই আলম-কে সদস্য সচিব করা হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) সংগঠনটির বর্তমান কমিটির সভাপতি এইচ এম বুলবুল, সাধারণ সম্পাদক তামজিদ হায়দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন (IUSA) এর বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি বিলুপ্ত করে দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হলো। কমিটিতে আহ্বায়ক: আরাফাত সাঈদ (ব্যাডমিন্টন) এবং সদস্য সচিব: নূর ই আলম (ফুটবল)।

এতে আরও বলা হয়, উপরুক্ত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হলো।

আহ্বায়ক কমিটির সদস্য সচিব নূর ই আলম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন মূলত বিশ্ববিদ্যালয়ের সকল স্পোর্টস ইভেন্টকে একত্রিত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠা লাভ করে। আহ্বায়ক কমিটিতে আমাকে রাখায় আমি এসোসিয়েশনকে ধন্যবাদ জানাই এবং বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াঙ্গণকে কিভাবে আরো সম্প্রসারিত করা যায় সেই লক্ষ্য নিয়ে আগাতে চাই।

আহ্বায়ক আরাফাত সাঈদ বলেন, কমিটতে আহ্বায়ক করার জন্য বর্তমান কমিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ স্পোর্টস ইভেন্ট গুলোকে একত্রিত করে খেলাধুলায় নতুন মাত্রা যোগ করতে কাজ করে যাবো। পাশাপাশি দ্রুততম সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করে এর কাজকে আরো গতিশীল করে তুলবো।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর