প্রকাশিত:
৩১ অক্টোবর ২০২৪, ১৮:৩২
নদীর পাড়ে বসে আছে ছোট্ট এক ছেলে,
ছিপ হাতে, মাছ ধরছে মনের মজায় মেলে।
নদীর বুকে পাল তুলে চলে ছোট্ট নৌকা,
গ্রামবাংলার ছবি যেনো আঁকা সোহাগের কৌশল।
সবুজ ঘেরা মাঠে ঘর, বেড়া বেঁধে আছে,
পথে পথে শান্তি যেনো খুঁজে ফেরা গাছে।
নীল আকাশে সাদা মেঘ ভেসে চলে ধীরে,
পাখির ডাকে মন উড়ে আকাশেরই নীড়ে।
দূর দূরান্তে তালগাছ দাড়িয়ে আছে নিরব,
বাতাসে হেলে দুলে দেয় স্নিগ্ধতা মধুর।
ছেলেটির মনে স্বপ্ন ভরা, খেলা আর আনন্দ,
গ্রামের এই রূপে মেলে জীবনের ছন্দ।
নদীর ঢেউয়ে সুর বাজে শান্তির এক গান,
গ্রামবাংলার ছবিতে লেখা হৃদয়েরই মান।
নদীর কূলেই যেন মনের আশ্রয় খুঁজে পাই,
প্রকৃতির এ স্নিগ্ধ ছোঁয়া হৃদয়ে গাঁথি তাই।
মন্তব্য করুন: