যদি কখনো তোমার ঘরের সৌভাগ্যের চাঁদ আমার তাকদীর আকাশে উদিত হয়,
তবে কেমন করে তোমার ঘরের পেরুব চৌকাট?
পঙ্কিলতার ভারে পা যে আমার, ভারি হয়ে আসে।
যদি কখনো তোমার ঐ কালো গিলাফে চোখ রাখার সৌভাগ্য উঁকি দেয় আমার ভাগ্য গগণে,
তবে কিভাবে চোখ রাখব আমি তোমার কালো গিলাফে?
গুনাহের ভারে চোখ যে আমার ভারি ঝাপসা হয়ে আসে।
যদি ইবরাহিমী-ইসমাইলী হস্তে নির্মিত তোমার ঘর স্পর্শ করার সুখেরা আসে আমার কাছে,
সে সুখ হস্তে ছোঁয়া কেমন করে হবে?হস্তদ্বয় যে আমার পাপে যুক্ত কয়লা হয়ে আছে।
কিভাবে আমি চুম্বন করব তোমার ঘরে,হাজরে আসওয়াদে?
কিভাবে আমি উন্মাদনায় পাগলিনী হব তাওয়াফে-তাওয়াফে?
মন্তব্য করুন: