প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪, ১৩:৫২
আমাদের দূরত্ব যেন সহস্র আলোক বর্ষ দূরে।
আমাদের ছুটে চলা পাশাপাশি কিন্তু নাগাল পায় না,
কেউ কারোর।
কি এক অদৃশ্য দেয়াল,না টপকানো যায় না ভাঙ্গা যায়।
দূজনে দুজনার পরিচিত অজানা এক রুপ।
একি গ্রহে একি পৃথিবীতে আমাদের আবাস।
দেখা হয় না কোন মাস।
কি এক অজানা মায়া,অপূর্ণ ছায়া ঘিরে আছে চারিপাশ।
এক ছায়াপথ,এক মিল্কিওয়ে,এক নক্ষত্র
সবি এক।
একি পথের ভিন্ন পথিক।
আমাদের ছুটে চলা,
রাতের আকাশের তারকা রাজি
সকালের সূর্যের কিরণের তীক্ষ্ম তার ন্যায়।
শুধু অপেক্ষা কোন এক মহাকালে
কোন এক দিবালয়ে আমাদের দেখা হবে।
চির চেনা আমাদের গ্রহে,
যদিও আমাদের তার সম্ভাবনা
থ্রি বডি গেইমের সেই এলিয়েনের পৃথিবীতে আগমনের মতো।
যার কোন অস্তিত্বই যানা যায় নাই।
কিছু বিষয় কল্পনাতে বেশি সুন্দর।
মন্তব্য করুন: