মঙ্গলবার, ২৯শে এপ্রিল ২০২৫, ১৬ই বৈশাখ ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল
  • এলজিইডির ৩৬টি কার্যালয়ে দুদকের অভিযান চলছে
  • রাজনৈতিক নেতাদের সমর্থন ছাড়া কিছুই বাস্তবায়ন হবে না
  • প্রবাসীদের ‘ভোটিং সিস্টেম’ নিয়ে রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠকে ইসি
  • ঢাকায় ৫০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
  • জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন
  • সরানো হলো আরও এক উপদেষ্টার পিএসকে
  • জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে গণঅধিকার পরিষদ
  • জাতীয় আইনগত সহায়তা দিবস আজ
  • ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করে প্রজ্ঞাপন

বাকৃবিতে সাহায্য সংস্থা বাঁধনের ২৭ বছর পূর্তি উদযাপিত

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত:
২ নভেম্বর ২০২৪, ১৪:১১

"রক্তদানে সাতাশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন" এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বাঁধনের ২৭ বছর পূর্তি উদযাপিত হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টায় দিবসটি উপলক্ষে বাঁধনের বাকৃবি জোনাল পরিষদের উদ্যোগে একটি আনন্দ র‍্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

র‍্যালীটি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষ থেকে শুরু হয়ে উপাচার্যের বাসভবন ও কে.আর মার্কেট প্রদক্ষিণ করে জোনাল পরিষদে এসে শেষ হয়। র‍্যালী শেষে বাঁধনের ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা হয়।

এসময় বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা। এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহকারী প্রক্টর অধ্যাপক ড. মাহবুবুল প্রতীক সিদ্দিকী, বাকৃবি জোনের উপদেষ্টা, ১৩টি হল ইউনিট ও ১টি হল পরিবারের বাঁধনকর্মী ও নেতৃবৃন্দ, সম্মানিত রক্তদাতা ও শুভাকাঙ্ক্ষীরা।

বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, “বাঁধন রক্তদানের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রক্ত তো অনেক পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে বলতে পারি বাঁধনের রক্ত সর্বোচ্চ বিশুদ্ধ রক্ত। আশা করব সংগঠনটির সাবেক ও নতুন সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাঁধন অনেক দূর এগিয়ে যাবে।”

বাঁধন বাকৃবি জোনের সভাপতি সোয়েব মীম বলেন, “গত ২৪ শে অক্টোবর বাঁধন কেন্দ্রীয় পরিষদের ২৭ বছর পূর্তি ও ২৮ বছরে পদার্পণ করে। তারই ধারাবাহিকতায় বাঁধন বাকৃবি জোন আজ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করে৷ ছাত্র বিষয়ক উপদেষ্টা, প্রক্টর, সহকারী প্রক্টর, বাঁধনকর্মী, উপদেষ্টা এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে র‍্যালী এবং পরবর্তীতে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।”


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর