প্রকাশিত:
৪ নভেম্বর ২০২৪, ১৭:২৩
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীদের ক্যান্টিনের পাশ থেকে উদ্ধার করা হয়েছে এক নবজাতকের মরদেহ। তবে একটি ব্যাগের ভেতর ছিল ওই নবজাতকের মরদেহ।
সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, হাসপাতালের পুরাতন ভবনের জরুরি বিভাগ থেকে নতুন ভবনে যেতে তৃতীয় শ্রেণির কর্মচারীদের ক্যান্টিনের পাশে নবজাতকের মরদেহটি পড়েছিল। নবজাতকটির আনুমানিক বয়স হবে একদিন।
তিনি আরও বলেন, ঘটনাটি তদন্ত ও মরদেহ উদ্ধারের জন্য শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন: